আজ ৭০-এ পা নমোর, রইল তাঁর ছেলেবেলার অজানা কিছু কথা

আজ ৭০-এ পা নমোর, রইল তাঁর ছেলেবেলার অজানা কিছু কথা

 

নয়াদিল্লি: বৃহস্পতিবার ৭০-এ পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাতের ভাদনগরে জন্ম হয়েছিল তাঁর৷ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রইল তাঁর সম্পর্কে কিছু অজানা কাহিনী৷ 

১. যুবা বয়স থেকেই নুন খাওয়া ছেড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ এমনকী তেল আর লঙ্কাও খেতেন না তিনি৷ 

. স্কুলে শিক্ষকদের অতিরিক্ত প্রশ্ন করার স্বভাব ছিল তাঁর৷ যেমন ধরুন -‘‘ স্যার আপনি কেন এটা করলেন? আপনি এটাও করতে পারতেন, এটা তো অনেক সহজ হত৷ আপনি এটা কেন করলেন না?’’ এই সব৷ এর জবাবে তাঁর শিক্ষক বলতেন, ‘‘তুমি একটা শিশু হয়ে আমাকে এত প্রশ্ন করছ? তুমি আমাকে বিরক্ত করছ৷’’ 

৩. ছোটবেলায় নিজের জামা-কাপড় নিজেই ধুতেন নমো৷ সকলের জন্য ব্যবহৃত পুকুরেই পোশাক কাচতেন তিনি৷ মজার বিষয় হল, তিনি যখন কাচাকাচি করতেন, তখন অনেকেই সেখানে উপস্থিত হতেন তাঁকে দেখার জন্য৷ তাঁদের বক্তব্য ছিল, মোদীর কাপড় কাচার ধরনটা নাকি সকলের চেয়ে আলাদা৷ তাঁদের মতে, বেশ দক্ষ হাতেই বিষয়টি সামলাতেন তিনি৷ 

৪. আবার একদিন মায়ের হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন নমো৷ সেই সময় রাস্তায় একটি ১ টাকার কয়েন পড়ে থাকতে দেখেন তিনি৷ তাঁর মা তাঁকে পয়সাটি তুলে নিতে বলেন৷ সঙ্গে এটাও বলেন, এই টাকাটা যেন নিজের জন্য খরচ করেন তিনি৷ কিন্তু মোদী তা করলেন না৷ ওই টাকাটি কুড়িয়েছিলেন ঠিকই৷ কিন্তু নিজের জন্য ব্যবহার না করে তা দান করে দেন গ্রামেরই এক দরিদ্র অসহায় মানুষের মেয়েকে৷ সেই সময় বই কেনার জন্য টাকার খুব প্রয়োজন ছিল মেয়েটির৷ 

৫. মোদী যখন আরএসএস-এর শাখায় যেতে শুরু করেন, তখন লক্ষ্মণ রাও ইনামদার নামে এক ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি৷ পরে মোদী প্রকাশ্যে তাঁকেই তাঁর একদা পরামর্শদাতা এবং গাইড বলে স্বীকার করেছিলেন৷ সেই সময় যে কোনও সমস্যা হোক না কেন, ইনামদারেরই স্মরণাপন্ন হতেন তিনি৷ সমস্যার সুরাহা করে দিতেন ইমানদার৷

৬. একবার পরিবারের সঙ্গে দিওয়ালির উৎসব পালন করতে পারেননি মোদী৷ এ নিয়ে বেশ হতাশ ছিলেন তাঁর বাবা-মা৷ ঘটনাক্রমে ওই দিনই ইমানদারের হাত ধরে আরএসএস-এ অভিষেক হয়েছিল তাঁর৷ 

৭. মোদী ক্লাসে পড়াশোনায় খুবই পরিশ্রমী ছিলেন৷ একবার ক্লাস মনিটর তাঁর খাতা দেখতে চায়৷ কিন্তু প্রতিবাদ জানান মোদী৷ শিক্ষক ছাড়া কাউকে খাতা দেখাতে নারাজ ছিলেন নমো৷  

আরও পড়ুন- বিয়ে নয়, ঘর ছেড়েছিলেন স্বপ্নের টানে, ৭ বছর পর নিখোঁজ মেয়ে ফিরলেন PSC অফিসার হয়ে

আরও পড়ুন- ওটিপি দিয়ে টাকা তোলার নিয়মে বদল আনল স্টেট ব্যাঙ্ক

আরও পড়ুন- ভারতীয় সেনার মানসিক চাপ বাড়াতে সীমান্তে গান বাজাচ্ছে চিন, চলছে বেপরোয়া উস্কানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + three =