কলকাতা: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিভাবে সরকার চালাচ্ছে, আদতে তারা মা-বোনেদের সম্মান দেয় কিনা, জয় শ্রীরাম স্লোগান নিয়ে যে ইস্যু উঠছে, সব নিয়ে এদিন একযোগে রাজ্যের শাসক দলকে কড়া ভাবে আক্রমণ করলেন নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ‘তোলাবাজ ভাইপো’কে তিনি কেন নেতা মানতে যাবেন সেই বিষয়ে প্রশ্ন তুলে লালা কান্ডের ‘পর্দা ফাঁস’ করলেন শুভেন্দু অধিকারী।
এদিন তিনি বলেন, তিনি নাম বলেননি শুধু তোলাবাজ ভাইপো বলেছেন, তাতেই কেঁপে যাচ্ছে। অভিযোগ তোলা হচ্ছে যে তিনি নাকি কারোর স্ত্রীকে ধরে টানাটানি করছেন। এই পরিপেক্ষিতে লালা কান্ডের প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী বলেন, তিনি কারোর নাম নেননি শুধু বলেছিলেন ম্যাডাম নারেলার অ্যাকাউন্টে টাকা গেছে, তাতেই রেগে যাচ্ছে, বলছে দেখে নেব! শুভেন্দু জানাচ্ছেন, তিনি রসিদ দেখিয়ে বলেছিলেন যে অনুপ মাঝি ওরফে লালার কয়লার টাকা ম্যাডাম নারেলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। এবারও শুভেন্দু হুঁশিয়ারি দেন, তিনি খাতাও দেখাবেন। কোন কোন পুলিশ অফিসাররা টাকা নিয়েছেন তার পর্দা ফাঁস করবেন তিনি।
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবার পর যোগদানের কারণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি আরও একবার ব্যাখ্যা দিয়ে প্রত্যক্ষভাবে প্রশ্ন তুললেন যে, তোলাবাজ ভাইপোকে কেন নেতা মানা হবে। শুভেন্দু বলছেন, “তিনি কে? কবে ছাত্র রাজনীতি করেছেন? কবে যুব রাজনীতি করেছেন? কবে রাস্তায় সিপিএমের বিরুদ্ধে মিটিং, মিছিল করেছেন? কবে পৌরসভা নির্বাচনে লড়ছেন? ২০১১ সালের ২১ জুলাইয়ে দিল্লি থেকে ল্যান্ড করিয়ে তাকে সোনার চামচ ধরিয়ে দেওয়া হয়েছে”। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন স্লোগান ‘উন্নততর তৃণমূল’ নিয়েও এদিন খোঁচা মারেন শুভেন্দু অধিকারী। তিনি মন্তব্য করেন, উন্নততর তৃণমূল মানে হচ্ছে এবার অনলাইনে কাটমানি খাওয়া হবে। মদের পেটিতেও কাটমানি নেয় এই সরকার। পাড়ায় পাড়ায় পান-বিড়ি-সিগারেটের দোকানে বিক্রি হচ্ছে যা এর আগে বাংলা কখনো দেখেনি।