বিজেপির ইউটিউব থেকে উধাও নারদাকাণ্ডে শুভেন্দুর ফুটেজ! তুঙ্গে বিতর্ক

বিজেপির ইউটিউব থেকে উধাও নারদাকাণ্ডে শুভেন্দুর ফুটেজ! তুঙ্গে বিতর্ক

 

কলকাতা: মুছে দেওয়া হল শুভেন্দুর নারদাকাণ্ডের ভিডিও৷  ইউটিউব থেকে মুছে দেওয়া হল ভিডিও৷  শনিবার অমিত শাহের হাত ধরে শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন বিজেপিতে। এরপরেই ইউটিউব থেকে মুছে দেওয়া হল নারদা দুর্নীতি সংক্রান্ত শুভেন্দু অধিকারীর সমস্ত ফুটেজ৷ যেই ফুটেজে টাকা নিতে দেখা গিয়েছিল শুভেন্দুকে৷ দলবদলের সঙ্গে সঙ্গে এহেন ঘটনায় স্বভাবতই আঙুল উঠছে বিজেপির দিকে৷ তাহলে কী বিজেপির ভাবমূর্তি যাকে ক্ষুন্ন না হয় সেজন্যই মুছে ফেলা হল সেই বিস্ফোরক ভিডিও? উঠছে প্রশ্ন৷

এই ঘটনাটি নিছক কাকতালীয় নয়, এমনই মনে করছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, বিজেপির কাছে একটা ওয়াশিং মেশিন আছে। সেখানে গেলে সকলের সব পাপ সব দোষ ধুয়েমুছে সাফ হয়ে যায়। যদিও বিজেপি-র তরফে এই অভিযোগ অস্বীকার করা হলেও ওয়াকিবহাল সূত্রের দাবি, দলের আইটি সেল থেকেই শুভেন্দু অধিকারীর নারদা সংক্রান্ত স্টিং অপারেশনের ফুটেজ ইউটিউব থেকে মুছে ফেলা হয়েছে। 

তবে সূত্রে খবর, ইউটিউব থেকে ফুটেজ মুছে ফেললেও বঙ্গ বিজেপির নিজস্ব ফেসবুক পেজে এখনও রয়ে গিয়েছে শুভেন্দুর সেই বিতর্কিত ভিডিয়ো ফুটেজ। অন্তত সোমবার রাত পর্যন্ত সেখানে সেই ফুটেজটি দেখা গিয়েছে। প্রসঙ্গত, নারদা স্টিং অপারেশনকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতিতে একদা ঝড় বয়ে গিয়েছিল। ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্যের একাধিক রাজনীতিক ও পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। চরম চাপের মুখে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল৷ তালিকায় ছিল শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী,  মদন মিত্র, মুকুল রায়ের মত নেতারা৷ আদালতে এখনও নারদাকাণ্ড সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fifteen =