Aajbikel

জন্মেই চিকিৎসকের মাস্ক খুলল সদ্যোজাত, ভাইরাল ভিডিয়ো মন ছুঁয়ে গেল বিশ্ববাসীর

 | 
জন্মেই চিকিৎসকের মাস্ক খুলল সদ্যোজাত, ভাইরাল ভিডিয়ো মন ছুঁয়ে গেল বিশ্ববাসীর

দুবাই: আমাদের জীবন পুরোপুরি বদলে দিয়েছে ২০২০৷ মানুষের জীবনের আনন্দ-উৎকর্ষতার উপর বিষাক্ত থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস৷ কোভিড আমাদের ঠেলে দিয়েছে উৎকণ্ঠা আর অজানা ভয়ের অন্ধকারে৷ সকলেই আশার ঝলক দেখার অপেক্ষায় দিন গুনছে৷ যখন মুখ থেকে মাস্ক ছুড়ে ফেলে আবার পুরনো জীবনের প্রাণোচ্ছ্বলতায় ফিরে যেতে পারবে৷ সেই আশা আর ইতিবাচক বার্তাই যেন বয়ে নিয়ে এল এক সদ্যোজাত৷ জন্মের পরই চিকিৎসকের মুখ থেকে মাস্ক টেনে খুলল সে৷ তার এই কাণ্ডকারখানার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল৷ যা মন জিতে নিয়েছে আপামর বিশ্ববাসীর৷ সারা বিশ্বে যেন আশার প্রদীপ জ্বালিয়ে দিল সে৷    

আরও পড়ুন- রেকর্ড মূল্যে নিলাম হল ‘হ্যারি পটারে’র দুর্লভ সংস্করণ, রয়েছে মুদ্রণ বিভ্রাট!


এই সদ্যোজাতর ছবিই হয়ে উঠেছে আশার প্রতীক৷ ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে চিকিৎসকের মুখ থেকে সার্জিক্যাল মাস্ক টেনে সরাচ্ছে সে৷ সদ্যোজাত শিশুটি রয়েছে চিকিৎসকের হাতে৷ গত ৫ অক্টোবর এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়৷ ছবি তোলার কয়েক সেকেন্ড আগেই জন্ম হয়েছিল শিশুটির৷ এই ছবিটি আগামী দিনে এক উজ্জ্বল দিনের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে৷ যখন মাস্ক থেকে মুক্তি পাবে বিশ্ব৷ ফিরে যাবে পুরনো জীবনে৷ যেন সেই বার্তাই দিয়ে গেল শিশুটি৷ জন্মেই বাম হাত দিয়ে টেনে খুলল চিকিৎসকের মাস্ক৷ 

আরও পড়ুন- সুস্থ কমবয়সীদের কবে দেওয়া হবে করোনা টিকা? জানালেন WHO-র প্রধান বিজ্ঞানী


 

এই ছবিটি শেয়ার করেছেন আরব আমীরশাহীর গাইনোকলজিস্ট ড. সামের সেয়াইব৷ যেখানে সদ্যজাত শিশুটিকে হাতে ধরে রয়েছেন তিনি৷ আর তাঁর মাস্ক টেনে সরাচ্ছে সে৷ সদ্যোজাতের এই কাণ্ডে হেসে ফেললেন চিকিৎসকও৷ এই ছবির ক্যাপশনে ড. সেয়াইব লেখেন, ‘‘আমরা সবাই এটাই চাই৷ তবে কি খুব শীঘ্রই মাস্ক সরাব আমরা?’’ ছবিটি পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায়৷ ২৬.২ হাজার লাইক পড়ে৷ অনেকেই এই ছবিটিকে বছরের সেরা ছবি বলেও উল্লেখ করেছেন৷ 

Around The Web

Trending News

You May like