রেকর্ড মূল্যে নিলাম হল ‘হ্যারি পটারে’র দুর্লভ সংস্করণ, রয়েছে মুদ্রণ বিভ্রাট!

রেকর্ড মূল্যে নিলাম হল ‘হ্যারি পটারে’র দুর্লভ সংস্করণ, রয়েছে মুদ্রণ বিভ্রাট!

 ওয়াশিংটন:  ভারতীয় মুদ্রায় ৭১ লক্ষ টাকা! ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ বইটির একটি দুর্লভ এডিশন নিলাম হল এই দামে। যদিও উল্লেখযোগ্য বিষয়, বইটিতে রয়েছে প্রিন্টিং মিসটেক, তাও একবার নয় দুবার!   নিলামে বইটির মূল্য যা ধার্য করা হয়েছিল তার থেকে দ্বিগুন দামে বিক্রি হয়েছে সেটি।

সর্বপ্রথম এই বইটি যিনি কিনেছিলেন, তার কাছেই ২১ বছর ধরে ছিল সেটি। কিন্তু হঠাৎ একদিন সেই বইটি ঘাঁটতে ঘাঁটতে তিনি বুঝতে পারেন এটি একটি দুর্লভ এডিশন, কারণ বইটিতে প্রিন্টিং মিসটেক রয়েছে দুবার। তখনই এই বইটি নিলাম করার সিদ্ধান্ত নেন তিনি। সেই প্রেক্ষিতেই বইটির নিলাম করার ব্যবস্থা করা হয়। বইটির মূল্য ধার্য করা হয়েছিল তার থেকে দ্বিগুন দামে বিক্রি হয়ে যায় সেটি। ২১ বছর ধরে তার কাছে থাকা এই বইটি যে ইতিহাস সৃষ্টি করবে তা ভাবতেও পারেননি ওই ব্যক্তি।

আসলে এই বইটিতে প্রথম প্রিন্টিং মিস্টেক হল,‌’ওয়ান ওয়ান্ড’ শব্দটি দু’জায়গায় ব্যবহার করা হয়েছে। অন্যদিকে এই বইটিতে রয়েছে অদ্ভুত ইস্যু নম্বর, ‘১০, ৯,‌ ৮,‌ ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১’! সর্বপ্রথম ৫০০টি কপি প্রিন্ট করা হয়েছিল এই বইটি, যার মধ্যে ৩০০টি কপি বিভিন্ন স্কুল এবং লাইব্রেরীতে পাঠানো হয়েছিল।

প্রায় গোটা বিশ্বে ব্যাপক জনপ্রিয় জে কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজ। বই তো বটেই, হ্যারি পটারের গল্প নিয়ে নির্মিত সিনেমাও প্রচন্ড হিট। বিশেষত ইয়ং জেনারেশনের কাছে হ্যারি পটার আইকন। জে কে রাউলিংয়ের লেখা সেই বইয়ের এই রকম অদ্ভুত নিলাম স্বাভাবিকভাবেই অবাক করেছে প্রত্যেককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 13 =