পতনের মুখে কাবুল, কান্দাহারের পর লোগার প্রদেশ কব্জা করল তালিবান

পতনের মুখে কাবুল, কান্দাহারের পর লোগার প্রদেশ কব্জা করল তালিবান

b8df0cc10fa4974b6376e27064b744ed

কাবুল:  রাজধানী কাবুলের দিকে ক্রমশ ধেয়ে আসছে তালিবান৷ কাবুল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে লোগার প্রদেশ কব্জা করে নিয়েছে তারা৷ বিপন্ন আফগানিস্তানের জনজীবন৷

আরও পড়ুন- মহাত্মা গান্ধীকে ‘সর্বোচ্চ অসামরিক সম্মান’ দিতে চাইছে আমেরিকা!

জানা গিয়েছে, শুক্রবার রাতে লোগারের প্রদেশিক রাজধানী পুল-ই-আলম দখলে নেয় তালিবান৷ এই শহরের সীমান্ত পেরলেই কাবুল৷ আফগানিস্তানের এক প্রশাসনিক কর্তা জানান, কাবুলের দক্ষিণ দিকের সবচেয়ে বড় শহর লোগার প্রদেশ পুরোটাই কব্জা করে নিয়েছে তালিবান৷ এক মাসের মধ্যেই রাজধানী কাবুল তালিবানের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দারা৷ কারণ লোগারা দখলের পর তারা কাবুল দখলের প্রস্তুতি শুরু করে দিয়েছে বলেই খবর৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে ক্ষমতা ভাগের বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে আফগান সরকার৷ তবে আশঙ্কা, যে কোনও মুহূর্তে কাবুল ও মাজার-ই-শরিফের পতন ঘটতে পারে৷ 

ইতিমধ্যেই আফগানিস্তানের দুই-তৃতীয়াংশ দখল করে নিয়েছে তালিবান৷ ৯০ দিনের মধ্যে গোটা দেশটাই তালিবানের কব্জায় চলে যাবে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দারা৷ কান্দাহার আর হেরট তালিবানদের কাছে সবচেয়ে বড় জয়৷ সপ্তাহব্যাপী হামলায় আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানী দখল করে ফেলেছে তারা৷ তাদের দখলে রয়েছে গাজনি৷ কাবুল থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত নর্থ-সাউথ হাইওয়ের পাশে রয়েছে এই গুরুত্বপূর্ণ শহর৷

আরও পড়ুন- ভয়, আতঙ্কে মোড়া আজকের দিন! রহস্যের তারিখ ‘Friday the 13th’

মার্কিন গোয়েন্দাদের মতে, আগামী ৩০ দিনের মধ্যেই কাবুলে ঢুকে পড়বে তালিবানরা৷ কাবুল দখলে সাঁড়াশি আক্রমণের প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ দুই দিক থেকে এগিয়ে আসছে তালিবানরা৷ এই পরিস্থিতিতে আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলি কাবুলের দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়ে দিয়েছে। অন্যদিকে, আফগানিস্তানে কর্মরত মার্কিন নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য ফের কাবুলে সেনা পাঠানো হয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *