কাবুল: কাবুল কব্জা করে গোটা আফগানিস্তান দখল নিয়েছে তালিবান৷ দেশ ছাড়তে মরিয়া আফগানিরা৷ কাবুল বিমান বন্দরে তৈরি হয়েছে জনজোয়ার৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরে শূ্ন্যে গুলি ছুড়তে বাধ্য হয় মার্কিন সেনা৷
আরও পড়ুন- ২০ বছর পিছিয়ে গেল দেশ, আফগানিস্তান আবার ফিরল তালিবানের হাতে
এদিকে আফগানিস্তান থেকে মার্কিন কূটনীতিকদের সরিয়ে আনার প্রক্রিয়ায়ও শুরু হয়ে গিয়েছে৷ তাঁদের আফগানিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়ে আসা হয়েছে৷ এদিকে রবিবার দুপুরে তালিবানরা কাবুলে ঢুকে পড়ার পরেই দেশ ছাড়ার হিড়িক পড়ে৷ ভিড় বাড়তে থাকে বিমানবন্দরে৷ তার আগে পর্যন্ত আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া-সহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সুষ্ঠ ভাবেই ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছিল৷ কিন্তু আফগান নাগরিকরা প্রাণের ভয়ে দেশ ছাড়তে চাইলেই বিমানবন্দরে ভিড় উপচে পড়ে৷ এমনকী যে যার শেষ সম্বলটুকু নিয়ে বিমান ওঠার জন্য হুড়োহুড়ি শুরু করে দেয়৷ আফগান নাগরিকদের বিমানে ওঠার সেই ভিডিয়ো ভইরাল হয়ে যায়৷
আরও পড়ুন- আফগানিস্তানে ক্ষমতায় তালিবান, কেমন হবে তালিব শাসন? চিন্তায় নয়াদিল্লি
Latest pictures from Kabul Airport. People are on their own now while the world watches in silence. Only sane advise to Afghan people…RUN pic.twitter.com/RQGw28jFYx
— Sudhir Chaudhary (@sudhirchaudhary) August 16, 2021
গতকাল রাতে কিছু আফগান নাগরিক বিমান বন্দরের টারম্যাকে ভিড় জমাতেই শূন্যে গুলি ছুড়তে শুরু করে মার্কিন সেনা। এমনকী বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের দিকে পাগলের মতো ছুটে যেতে শুরু করেন তাঁরা৷ এদিকে আফগান তালিবানের দখলে যেতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে আঙুল উঠেছে৷ তবে তাঁর সাফ বক্তব্য, ‘‘আমরা ২০ বছর আফগানিস্তানে ছিলাম জঙ্গি মোকাবিলা করতে৷ দেশ সামলানোর জন্য নয়৷ ২০ বছর আগে যাঁদের বাবারা আফগানিস্তানে লড়াই করেছিল, আজ তাঁরা লড়াই করছে৷ এর জন্য কোটি কোটা টাকা খরচ হয়েছে৷ কিন্তু টাকা আর লোকবল অপচয় করার জায়গায় নেই আমেরিকা৷’’
ছবি- সৌজন্যে এএফপি