২০ বছর পিছিয়ে গেল দেশ, আফগানিস্তান আবার ফিরল তালিবানের হাতে

২০ বছর পিছিয়ে গেল দেশ, আফগানিস্তান আবার ফিরল তালিবানের হাতে

2923cb4076beef515c0cefd78dcbf3ce

কাবুল: আফগানিস্তানে পতন গনি সরকারের৷ কাবুলের প্রেসিডেন্ট প্যালেসের দখল নিল তালিবান৷ নতুন সরকার গড়ছে এই জঙ্গি গোষ্ঠী৷ জানা গিয়েছে, নয়া আফগান রাষ্ট্রপতি হতে চলেছে তালিবান কমান্ডার মোল্লা আবদুল গনি বরাদর৷ এদিন পদত্যাগের পরেই দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি৷ সম্ভবত তাজাকিস্তানে আশ্রয় নিয়েছেন তিনি৷ এদিকে ক্ষমতা দখল করলেও তালিবান সরকারকে স্বীকৃতি দিল না ব্রিটেন, রাশিয়া৷ 

আরও পড়ুন- আফগানিস্তানে ক্ষমতায় তালিবান, কেমন হবে তালিব শাসন? চিন্তায় নয়াদিল্লি

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রণয় শর্মা মনে করনে, আফগান সরকার আলোচনা চেয়েছিল৷ কিন্তু যে ভাবে তালিবান ক্ষমতা দখল করল তা নিয়ে আশঙ্কা রয়েছে আগামীদিনে তারা কী ধরনের পদক্ষেপ করবে৷ জুলাই মাসেও হাতে গোনা কয়েকটি জায়গা ছিল তালিবানের দখলে৷ অগাস্টের মাঝামাঝি গোটা দেশটারই দখল নিল তালিবান৷ রবিবার সকালে প্রথমে জালালাবাদ, তারপর কাবুল কব্জায় নেয় তারা৷ হঠাৎ করে ২০ বছর আগে ফিরে গেল আফগানিস্তান৷ সেই ভয়াবহ দৃশ্য কাবুলের রাস্তায়৷ রাতারাতি ক্ষমতা দখল৷ তালিবান যে কাবুলের দখল নেবে, তা বোঝাই যাচ্ছিল৷ কিন্তু সেটা এত তাড়াতাড়ি, তা বোঝা যায়নি৷ অন্যদিকে, পরাজয় শিকার করে দ্রুত ক্ষমতা হস্তান্তরে সম্মত হল আশরাফ গনির সরকার৷ বিনা প্রতিরোধে জমি ছাড়ে আফগান বাহিনী৷ 

তালিবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বক্তব্য ছিল, ‘‘ তালিবানি যোদ্ধারা কাবুলের সমস্ত প্রবেশ পথে উপস্থিত৷ ক্ষমতা হস্তান্তরের গোটা প্রক্রিয়াটা শান্তিপূর্ণভাবে হোক৷ সেটাই চাই৷’’ কয়েকদিনের  মধ্যেই দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তারা হাতে নেবে৷ ‘‘এই প্রক্রিয়ায় কোনও রক্ত ঝরুক, তালিবান তা চায় না৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *