বিডেন জমানায় ইতিহাস গড়ে পেন্টাগন শাসন করতে চলেছেন এক কৃষ্ণাঙ্গ

বিডেন জমানায় ইতিহাস গড়ে পেন্টাগন শাসন করতে চলেছেন এক কৃষ্ণাঙ্গ

f00c2b56af5d2899c86d8bf3bd949844

ওয়াশিংটন:  আমেরিকার সঙ্গে ওতপ্রোতোভাবেং জড়িয়ে রয়েছে বর্ণবৈষম্যের ইতিহাস৷ অধিকারের দাবিতে বারবার আমেরিকার বুকে গর্জে উঠেছে কৃষ্ণাঙ্গরা৷ তবে এবার জোয়ার এসেছে পরিবর্তনের৷ বিডেন জমানায় পেন্টাগনের দায়িত্ব সঁপা হচ্ছে এক কৃষ্ণাঙ্গের হাতে৷ মার্কিন প্রতিরক্ষা সচিব হিসাবে বেছে নেওয়া হবে অবসরপ্রাপ্ত আর্মি জেনারেল লয়েড অস্টিনকে৷ বারাক ওবামা জমানায় মিডল ইস্টে মার্কিন বাহিনীর দায়িত্বে ছিলেন তিনি৷ ৬৭ বছরের আফ্রো-আমেরিকান লয়েড চার দশকেরও বেশি সময় মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন৷ 

আরও পড়ুন- প্যানডেমিক বদলে দিয়েছে চাকরির ইন্টারভিউ প্রক্রিয়াও!

আমেরিকার ইতিহাসে এই প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা সচিব হতে চলেছেন লয়েড অস্টিন৷ প্রতিরক্ষা বিভাগের প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিক মিশেল ফ্লোরনয়ের বদলে লয়েড অস্টিনের নাম উঠে আসায় অনেকেই বিস্মিত৷ ২০১৬ সালে মার্কিন বাহিনী থেকে অবসর নেন লয়েড৷ ওয়েস্ট পয়েন্ট মিলিটারি অ্যাকাডেমি থেকে পাশ করে তিনি যোগ দিয়েছিলেন সেনায়৷ ২০১০ সালে ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর কমান্ডিং জেনারেল হিসাবে ইরাক যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি৷ জানা গিয়েছে, সম্ভবত শুক্রবার পেন্টাগন প্রধান হিসেবে কৃষ্ণাঙ্গ লয়েড অস্টিনের নাম ঘোষণা করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন৷ ওবামার শাসনকালেই লয়েডের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠেছিল বিডেনের৷ ফলে ক্ষমতায় এসে তাঁকেই পেন্টাগন প্রধান হিসাবে বেছে নেন মার্কিন প্রেসিডেন্ট৷ তবে ওবামা জমানার সেন্ট্রাল কমান্ডের নেতৃত্বে থাকা অস্টিন লেয়েডের নির্বাচনে নাখুশ আমেরিকার বেশ কিছু প্রগতিশীল গোষ্ঠী৷ 

আরও পড়ুন- সব ধর্মের ওপর আক্রমণের বিরোধিতা করা হোক! রাষ্ট্রসংঘকে বার্তা ভারতের

প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের শাসনকালে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠেছিল মার্কিন মুলুক৷ বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের জোয়ার এসেছিল সে দেশে৷ যার প্রভাব পড়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও৷ দেখা গিয়েছে সংখ্যালঘু ভোটের অধিকাংশটাই গিয়েছে বিডেনের ঝুলিতে৷ অন্যদিকে, আমেরিকায় ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিতে চলেছেন কৃষ্ণাঙ্গ কমলা হ্যারিস৷ যা মার্কিন ইতিহাসে আরও একটি নজির৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *