সাবধান! হ্যাক হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ, অদ্ভূত মেসেজে ক্র্যাশ করেছে অ্যাপ

সাবধান! হ্যাক হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ, অদ্ভূত মেসেজে ক্র্যাশ করেছে অ্যাপ

 

ব্রাসিলিয়া: দীর্ঘ দিন ধরেই বহু হ্যাকারের টার্গেটে রয়েছে হোয়াটঅ্যাপ৷ এই অ্যাপের মাধ্যমে ইউজারদের ফোনে উঁকি দিয়ে তাঁদের গোপন তথ্য চুরি করার চেষ্টা চালানো হচ্ছে৷ অনেক সময় ক্র্যাশ বা হ্যাং করানোর চেষ্টাও করা হয়েছে৷ ফের প্রকাশ্যে এল এমনই সব ঘটনা৷ 

আরও পড়ুন- এবার মায়ের পরিচয়ে সরকারি পরিচয় পাবে সন্তান, অধিকার অর্জনে একধাপ এগোলেন আফগান মহিলারা

 

সম্প্রতি WABetaInfo একটি টুইট শেয়ার করে আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ফোনের জন্য নতুন হোয়াটসঅ্যাপ ফিচারের আইডিয়া ভাগ করতে বলে। এই টুইটের জবাবে @ ইয়ান_অলি_01 হ্যান্ডেল থেকে একজন ইউজার  দুটি স্ক্রিনশট এবং একটি মেসেজ পোস্ট করেন৷ যেখানে লেখা ছিল,  “অ্যান্টি ক্র্যাশ অফিশিয়াল হোয়াটসঅ্যাপে সংহত হয়েছে: আপনার হোয়াটসঅ্যাপকে ফ্রিজ বা ক্র্যাশ করার জন্য মেসেজ রয়েছে। তারপরে এমন মোডেড হোয়াটসঅ্যাপ সংস্করণ রয়েছে যা বড় ইউনিকোড ডাটাবেসের মতো একটি ‘ক্র্যাশকোড সুরক্ষা’রয়েছে। আমাদের এটি অফিসিয়াল আবেদনের সঙ্গে সমন্বিত করা দরকার।’’

 

বিশ্বজুড়ে অনেক ইউজারই তাদের হোয়াটসঅ্যাপে অদ্ভূত মেসেজ পাচ্ছেন। কোনো অক্ষর বোঝার উপায় নেই। যে চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে তাও অদ্ভুত। অবাক করার বিষয় হলো মেসেজ আসার পরই অ্যাপ ক্র্যাশ করছে।  হোয়াটসঅ্যাপের নানা বিষয় নিয়ে খবর প্রকাশকারী ওয়েবসাইটে এই ধরনের মেসেজকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করা হয়েছে। এই মেসেজ পড়ে বোঝার কোনও উপায় নেই৷ এমনকী কাউকে এই মেসেজ ফরোয়ার্ড করলে প্রেরক তার চ্যাট হিস্ট্রি হারাতে পারেন৷ 

আরও পড়ুন- দেখা দিয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া, স্থগিত অক্সফোর্ডের করোনা-টিকার ট্রায়াল

 

ব্রাজিলের বহু হোয়াটসঅ্যাপ ইউজার জানিয়েছেন, এই মেসেজগুলি আকারে অনেক বড়। এবং বোঝার বাইরে৷ WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপও এগুলো ডিকোড বা মানে বের করতে পারছে না। এই মেসেজের মাধ্যমে অ্যাপ হ্যাক হচ্ছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে৷ 

 

এমন মেসেজ আসলে ওয়েব ভার্সন থেকে সেগুলো ডিলিটের পরামর্শ দিয়েছে ওয়াবেটাইনফো। যদি ডিলিট করার আগেই অ্যাপ অকেজো হয়ে যায়, তাহলে আন-ইন্সটল করতে হবে। কয়েক জন ব্যবহারকারী জানিয়েছেন, ভার্চুয়াল বা ভিকার্ড থেকেও মেসেজগুলো আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 4 =