দুবাই: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ মহম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করলেন তাঁর বাগদত্তা। সৌদি যুবরাজ ছাড়াও আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে৷ খাশোগির বাগদত্তার অভিযোগ, সৌদি যুবরাজ ব্যক্তিগতভাবে খাশোগিকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। মঙ্গলবার আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এই মামলা দায়ের করা হয়। খাশোগির তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিসের তরফে আদালতে এই মামলাটি দায়ের করেন আইনজীবী কিথ হারপার৷
আরও পড়ুন- আধাসেনার হাতে অপহরণ পুলিশ প্রধান, তবে কি ‘গৃহযুদ্ধে’র পথে পাকিস্তান?
খাশোগি ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ছিলেন৷ ২০১৮ সালের অক্টোবর মাসে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পরই নিখোঁজ হয়ে যান সৌদি রাজ পরিবারের এই কট্টর সমালোচক৷ খাশোগির নিখোঁজ রহস্য সাড়া বিশ্বকে তোলপাড় করে৷ বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হওয়ার পর, আন্তর্জাতিক চাপের মুখে তাঁকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। তাদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে মৃত্যু হয় ওই সাংবাদিকের। তবে তাঁর মৃতদেহের কোনও হদিশ মেলেনি৷ সৌদি আরবের পাশাপাশি তুরস্ক আলাদাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কাজ চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন- মাদ্রাসার শিশুদের বেঁধে রাখা হয় শেকল দিয়ে! অত্যাচারের নির্মম ছবি প্রকাশ্যে
মঙ্গলবার সৌদি যুবরাজের বিরুদ্ধে খাশোগির বাগদত্তা হাতিস চেঙ্গিস ও ডেমোক্র্যাসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও নামের এক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়৷ খাশোগি হত্যার কিছুদিন আগে এই সংগঠনটি তৈরি হয়েছিল। তাঁদের অভিযোগে বলা হয়েছে, সৌদি যুবরাজ ও স্বরাষ্ট্র মন্ত্রণাকের একদল কর্মকর্তা কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা ও প্রস্তুতির পর নৃশংস ভাবে খাশোগিকে হত্যা করা হয়৷ হাতিস চেঙ্গিস বলেন, আমেরিকায় সবকিছু সম্ভব বলে বিশ্বাস করতেন জামাল। ন্যায়বিচার ও স্বচ্ছতার জন্য আমিও আমেরিকার বেসামরিক বিচার ব্যবস্থার উপরেই আস্থা রাখছি।
সৌদি আরবের নির্বাসিত এই সাংবাদিকের হত্যার সঙ্গে যুবরাজ মহম্মদ বিল সালমানের জড়িত থাকার প্রমাণ আরও স্পষ্ট হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে৷ তিনি আমেরিকার সাংবাদিক বব উডওয়ার্ডের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, খাশোগি হত্যাকাণ্ডে অভিযুক্ত হওয়া থেকে সৌদি যুবরাজকে তিনিই রক্ষা করেছিলেন৷