সরকারের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতার মাশুল, গ্রেফতার নওয়াজ-কন্যা মরিয়ামের স্বামী

সরকারের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতার মাশুল, গ্রেফতার নওয়াজ-কন্যা মরিয়ামের স্বামী

করাচি: বিরোধীদের কণ্ঠরোধে কঠোর অবস্থান নিচ্ছে ইমরান খানের সরকার৷ তাঁর বিরুদ্ধে সুর চড়ানোর ‘অপরাধ’-এ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কন্যা মরিয়াম নওয়াজের স্বামীকে গ্রেফতার করল করাচি  পুলিশ৷ সোমবার সকালে টুইট করে খবরটি জানান মরিয়াম৷ 

আরও পড়ুন- ভারত, রাশিয়া ও চিনই বাড়াচ্ছে বায়ুদূষণ! তোপ মার্কিন প্রেসিডেন্টের

পাকিস্তান মুসলিম লিগের ভাইস প্রেসিডেন্ট মরিয়াম জানান, তাঁরা করাচির যে হোটেলে ছিলেন, এদিন সকালে সেই হোটেলের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে পুলিশ৷ তার পরই তাঁর স্বামী ক্যাপ্টেন সফদর আওয়ানকে গ্রেফতার করা হয়৷ প্রসঙ্গত, কয়েক ঘণ্টা আগেই করাচিতে ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলির জনসভা থেকে সুর চড়িয়েছিলেন মরিয়াম৷ পাক মসনদ থেকে ইমরান খানকে উপরে ফেলে নওয়াজ শরিফকে ফিরিয়ে আনার পক্ষে জোড় সওয়াল করেছিলেন তিনি৷ ওই সমাবেশে সামিল হয়েছিল পাকিস্তান পিপলস পার্টির বিলাওয়াল ভুট্টোও৷ 

রবিবার সরকার বিরোধী ওই সমাবেশে ইমরান খানকে একহাত নিয়ে নওয়ার-কন্যা বলেন, ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি, ফেডেরাল বোর্ড অফ রেভেনিউ ও পাকিস্তানের সিকিউরিটিস এবং এক্সচেঞ্জ কমিশনকে নিজের হাতের মুঠোয় করে রেখেছেন প্রধানমন্ত্রী৷ তিনি আরও বলেন, ‘‘জনগণ যখন আপনার কাছে জবাব চায়, তখন আপনি সেনাবাহিনীর আড়ালে লুকিয়ে পড়েন৷ আপনি একজন কাপুরুষ৷ আপনি সেবাহিনীকে কলঙ্কিত করেছেন৷ নিজের ব্যর্থতা লুকনোর জন্য সেনাবাহিনীকে ব্যবহার করছেন৷ আপনাকে এই কাজ করার অধিকার কে দিয়েছে? 

আরও পড়ুন- জন্মেই চিকিৎসকের মাস্ক খুলল সদ্যোজাত, ভাইরাল ভিডিয়ো মন ছুঁয়ে গেল বিশ্ববাসীর

এখানেই থেমে থাকেননি মরিয়াম৷ সম্প্রতি শাহরাহ-ই-দস্তুরের ১২৬ দিনের বৈঠকের ব্যর্থতার প্রসঙ্গে পিএমএল-এন নেত্রী বলেন, ‘‘আপনি খালি চেয়ারের সামনে বক্তৃতা দিয়েছিলেন৷ আপনি গণতন্ত্রের কবর খুড়ে দিয়েছেন৷ কিন্তু নওয়াজ শরিফ কোনও দিনই আপনার নাম তোলেননি৷ এমনকী আজও আপনার নাম তোলেননি তিনি৷ কারণ যখন বড়রা লড়াই করে, তখন সেখানে ছোটদের কোনও ভূমিকা থাকে না৷’’  

মরিয়াম ছাড়াও গতকালের জনসমাবেশে বক্তৃতা দেন বিলাবল ভুট্টো জারদারি, জেইউআই-এফ প্রধান মৌলনা ফাজলুর রেহমান এবং পাখতুনখোয়া মিল্লি আওয়ামি পার্টির চেয়ারম্যান মেহমুদ আচহাকদজাই-এর মতো নেতারা৷ ইমরান খানকে ব্যঙ্গ করে মরিয়াম বলেন, ‘‘আপনি টিভির পর্দায় নিশ্চয় দেখেছেন একজন ব্যক্তি তাঁর পরাজয়ের জন্য গলা ফাটাচ্ছেন৷ আপনি মানুষকে বলছেন ‘ঘাবরাবেন না’৷ এখনও পর্যন্ত মাত্র একটি জলসা হয়েছে৷ তাতেই এত ভয় পেয়ে গেলেন আপনি৷ আপনার প্রতিটি শব্দ, প্রতিটি ক্রিয়াকলাপ থেকে আপনার ভয় প্রকাশ পেয়েছিল৷ মানুষ আপনার মুখে এই ভয়টাই দেখতে চায়৷’’    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 19 =