ওয়াংশিংটন: গ্লোবাল ওয়ার্মিং বিষয় নিয়ে কিছুদিন আগে পর্যন্ত বেশি কথা বলতে শোনা যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু এখন হঠাৎ বায়ু দূষণ নিয়ে কথা বলতে গিয়ে একযোগে তিনটি দেশকে আক্রমণ করলেন তিনি। যার মধ্যে অবিশ্বাস্যভাবে রয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো, এমনটাই ধারণা সকলের। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও ভারতের প্রশংসা করেছে আমেরিকা। কিন্তু এখন হঠাৎ বায়ুদূষণ ইস্যুতে কথা বলতে গিয়ে ভারতকে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট। আক্রমণ করেছেন রাশিয়া এবং চিনকেও।
ট্রাম্পের বক্তব্য, এই তিন দেশের জন্য বিশ্বে বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে। যদিও পরিবেশ বাঁচাতে ভালো কাজ করছে আমেরিকা বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, তার শাসনকালে আমেরিকার পরিবেশ নিয়ে ভালো কাজ করেছে, পরিবেশ সুরক্ষায় বেশকিছু পদক্ষেপ নিয়েছে। আর কিছুদিন পরেই আমেরিকায় নির্বাচন। তার আগে ক্যালিফোর্নিয়ায় এক নির্বাচনী পদযাত্রায় ভাষণ দিতে গিয়ে এমন কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, চিন, রাশিয়া এবং ভারতের মত দেশ বায়ুদূষণ বৃদ্ধি করছে। এইসব দেশ থেকে দূষণ বৃদ্ধি পাচ্ছে বলে বিশ্বে বায়ু দূষণের মাত্রা এত বেড়েছে।
চিন এবং ভারতের রীতিমতো আক্রমণ করে ট্রাম্প জানিয়েছেন, প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে এই দুই দেশ সবচেয়ে লাভ পায়। আমেরিকার কাছে এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমেরিকাবাসীদের তিনি জানিয়েছেন, তিনি দূষণমুক্ত আকাশ দেখতেই পছন্দ করেন। কিন্তু রাশিয়া, ভারত এবং চীনের মতো দেশ বাতাসে ক্রমাগত দূষণ জাতীয় পদার্থ মেশাচ্ছে। যার ফলে গোটা বিশ্বে বায়ু দূষণের মাত্রা আগের থেকে অনেক বেড়েছে। ট্রাম্পের এমনও দাবি, মহাকাশ থেকে ওইসব দেশের উপরে বিভিন্ন স্পট দেখা যায় যা বায়ুদূষণকেই নির্ধারিত করে।
উল্লেখ্য, ২০১৭ সালে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে নিজেদের সমর্থন তুলনায় আমেরিকা, যার মূল উদ্যোক্তা ছিলেন ডোনাল্ড ট্রাম্পই। সমর্থন তুলে নেওয়ার প্রেক্ষিতে তিনি জানিয়েছিলেন, এই এগ্রিমেন্ট এর ফলে বিপুল পরিমাণ অর্থ খরচ হবে, তাতে বেকারত্ব বাড়বে। মূলত তেল, গ্যাস এবং কয়লা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে।