রাষ্ট্রপুঞ্জ: চিনকে হারিয়ে রাষ্ট্রপুঞ্জে বড় জয় পেল ভারত৷ রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থাৎ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ECOSOC)-এর কমিশন অন স্ট্যাটাস অফ উইমেন (UNCSW)-এর সদস্য নির্বাচিত হল ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি টুইট করে বলেন, ‘‘ভারত মর্যাদাপূর্ণ ECOSOC-এর শাখায় আসন জয়ী হয়েছে। লিঙ্গ সমতা ও মহিলাদের ক্ষমতায়নের প্রতি আমাদের দায়বদ্ধতা ও সমস্ত উদ্যোগ স্বীকৃতি পেল৷ সমর্থনের জন্য সমস্ত সদস্যদের ধন্যবাদ।’’
আরও পড়ুন- সন্তানের সামনে যুবতী মাকে রাস্তায় ফেলে গণধর্ষণ, পুলিশের বিরুদ্ধে বিদ্রোহ জনতার
সোমবার জেনারেল অ্যাসেম্বলি হলে ECOSOC –এর ৫৪ জন সদস্য বৈঠকে বসেন৷ এশিয়া-প্যাসিফিকের ভারত, চিন এবং অফগানিস্তানের মধ্যে থেকে দু’জনকে নির্বাচনের সুযোগ ছিল। সেখানে ৫৪টি ভোটের মধ্যে ভারত পেয়েছে ৩৮টি ভোট এবং আফগানিস্তান পেয়েছে ৩৯টি ভোট। তবে অর্ধেক গণ্ডিও পেরতে পারেনি চিন৷ ২৭টি ভোট পেয়ে এই দৌড় থেকে ছিটকে যায় তারা।
রাষ্ট্রপুঞ্জের সম্মানীয় শাখায় চিনকে হারিয়ে জায়গা করে নেয় ভারত৷ এই বছর ছিল ওয়ার্ল্ড কনফারেন্স অন উইমেন-এর ২৫ তম বর্ষ৷ ১৯৯৫ সালে বেজিংয়ে হয়েছিল ওয়ার্ল্ড কনফারেন্স অন উইমেন-এর প্রথম সম্মেলন৷ রাষ্ট্রপুঞ্জে ভারতের এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ এই জয়ের ফলে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের কমিশন অন স্টেটাস অফ উইমেনের সদস্য থাকবে ভারত৷
আরও পড়ুন- টানা দু’মাস জাহাজের কন্টেনারে বন্দি থাকার পর মুক্তি বিড়াল, কীভাবে বেঁচেছিল এতদিন?
এই বছরই ১৮ জুন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয় ভারত। অস্থায়ী পদে জেতার জন্য ১৯২টি ভোটের মধ্যে প্রয়োজন ছিল ১২৮টি ভোট। তবে ১৮৪টি ভোট নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় অস্থায়ী পদ জিতে নেয় ভারত৷ প্রতি বছর ১৯৩ সদস্য বিশিষ্ট রাষ্ট্রসংঘের সাধারণ সভা নিরাপত্তা পরিষদের জন্য ৫টি অস্থায়ী সদস্য দেশকে নির্বাচিত করে। নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য হল- চিন, ফ্রান্স, রাশিয়া, গ্রেট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র।