লন্ডন: লন্ডনের বেভারলি ও পল চ্যাপমানের আদরের পোষ্য বিড়াল মন্টি। জল, খাবার না পেয়ে প্রায় টানা দুমাস একটি জাহাজের কন্টেনারের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে তাকে। কিন্তু তার আচরনে কোনও পার্থক্য দেখা যায়নি। দিব্যু হেঁটে চলে বেড়াচ্ছে মন্টি। ধরে নেওয়া হচ্ছে কন্টেনারের ভিতর মাকড়সা খেয়েই এতগুলি দিন বেঁচে ছিল মন্টি। কিন্তু তাকে দু’মাস দেখতে না পেয়ে ভেঙে পড়েছিলেন লন্ডনের ওই দম্পতি। অবশেষে খোঁজ পাওয়া গিয়েছে তাদের আদরের মন্টির।
দু’একদিন হলে চিন্তা ছিল না। কারণ মন্টি এমনিতেই আশেপাশের প্রতিবেশিদের বাড়িতে দু’একদিন কাটিয়ে আসে মাঝে মাঝে। কিন্তু দুশ্চিন্তার শুরু হয় যখন তিন দিন কেটে যাওয়ার পরও মন্টির খোঁজ কেউ দিতে পারছিল না। এরপর ওই দম্পতি সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছিলেন এমনকী পাড়ায় পোস্টারও লাগিয়েছিলেন। কিন্তু কেউ তাদের মন্টির খোঁজ দিতে পারছিলেন না। এরপর দিন গড়াতে থাকলে একসময় হতাশায় মন্টিকে ফিরে পাওয়ার আশা পরিত্যাগ করেছিলেন ওই দম্পতি। কাজ টাজ বন্ধ করে দিয়েছিলেন তাঁরা। এরপর যেদিন আবার সমস্ত কিছু ভুলে যাওয়ার চেষ্টা করে কাজ শুরু করতে যাচ্ছিলেন, সেদিনই তাঁদের এক বন্ধু খবর দিলেন একটি বিড়াল খুঁজে পাওয়া গিয়েছে। ছবি দেখে চিনতে এতটুকু দেরী হয়নি যে ওই বিড়ালই তাঁদের মন্টি। যে কিনা টানা ২ মাস একটি জাহাজের কন্টেনারের মধ্যে আটকে পড়েছিল। ওই কন্টেনার তাঁদের বাড়ি থেকে ২০০ কিলোমিটার দূরে ছিল। খবর পাওয়া মাত্র ছুটে গিয়েছিলেন আদরের মন্টিকে উদ্ধার করার জন্যে।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মন্টি কন্টেনারের ভিতর থেকে বেড়িয়ে আসছে। মন্টির কান্নার আওয়াজেই তাকে উদ্ধার করতে পারে ওখানকার কর্মীরা। ভিডিও টি সোশ্যাল মিডিয়ায় 'ভাইরাল হোম' নামে ছাড়া হয়েছে। ট্যাগ লাইনে লেখা হয়েছে 'দুমাস বন্দী থাকার পর মুক্তি'। মুহুর্তে শেয়ার হয়েছে ভিডিওটি। কমেন্টসও করেছেন একাধিক জন। এ এক ভালবাসার গল্প।