ভারতকে কোনঠাসা করতে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পাকা করছে চিন, মদত BRI প্রকল্পে

ভারতকে কোনঠাসা করতে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পাকা করছে চিন, মদত BRI প্রকল্পে

বেজিং: ভারতকে চাপে ফেলতে বাংলাদেশের ঘনিষ্ঠ হওয়ার কৌশল নিয়েছে চিন৷ ঢাকার সঙ্গে জোট বেঁধে যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্প করতে উদ্যোগী হয়েছে বেজিং৷ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৪৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই বার্তাই পৌঁছে দিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং৷ তিনি চিন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে নয়া উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী বলেও বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদকে বার্তা দিয়েছেন৷ 

আরও পড়ুন- ভোটের আগেই গৃহবন্দি ট্রাম্প! সস্ত্রীক করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট

রবিবার দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৪৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদকে শুভেচ্ছা জানান শি জিনপিং। চিনের সরকারি সংবাদমাধ্যম জিনহুয়ার খবর অনুযায়ী, এই শুভেচ্ছা বর্তায় শি জিনপিং বলেন, ‘‘দু’দেশের সম্পর্ক আরও মজবুত করতে মহম্মদ আবদুল হামিদের সঙ্গে যৌথ ভাবে কাজ করতে তৈরি চিন৷ বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য যৌথভাবে কাজ করে পারস্পরিক সহযোগিতা এবং দু’দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যেতে চাই।’’ 

সম্প্রতিক কালে বাংলাদেশের উন্নয়নে কৌশলগত অংশীদার হয়ে উঠেছে চিন৷ বাংলাদেশের একাধিক প্রকল্পে অর্থ বিনিয়োগ করেছে বেজিং৷ চিন ও বাংলাদেশের এই সম্পর্কের উপর নজর রয়েছে ভারতের৷ লাদাখ সীমান্তে ভারত-চিন সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকা ও বেজিং-এর এই সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ জানা গিয়েছে, বাংলাদেশের নয়টি নয়া প্রকল্প বাস্তবায়নের জন্য চিনের মদত চেয়েছে ঢাকা৷ যার আনুমানিক মূল্য ৬.৪ বিলিয়ন ডলার৷ এই প্রকল্পের মধ্যে রয়েছে একটি নয়া বন্দর ও সেতু৷ ২০১৬ সালে চিন ও বাংলাদেশের মধ্যে ২৭টি মৌ চুক্তি হয়েছিল বলেও জানা গিয়েছে৷ এদিনের বার্তায় জিনপিং বলেন, ‘‘বাংলাদেশ ও চিনের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে৷ সময়ের সঙ্গে সঙ্গে তা চিরকাল তা নতুন থাকবে৷’’  করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল চিন৷ পাঠানো হয়েছিল চিকিৎসকের দল৷ 

আরও পড়ুন- জনমত সমীক্ষায় ডাহা ফেল, তবুও নিজেকে জয়ী ঘোষণা ট্রাম্পের

প্রসঙ্গত, যে বিআরআই প্রকল্প নিয়ে এত উদ্যোগী চিন, সেটি পুরনো সিল্ক রুটের আদলে তৈরি হওয়া এশিয়া থেকে ইউরোপ-আফ্রিকা পর্যন্ত বাণিজ্য পথ। এই রুটের একটা অংশ পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে গিয়েছে। যা ভারত-চিন সম্পর্ক অবনতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + fifteen =