নিউ ইয়র্ক: হাতে আর মাত্র মাসখানেক সময়। তারপরই আমেরিকায় নির্বাচন। আর এর মধ্যেই করোনা ধরা পড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। করোনায় আক্রান্ত তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। টুইট করে এই খবর জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট খোদ।
টুইটারে ট্রাম্প লেখেন, তিনি এবং ‘ফ্লোটাস’ (ফার্স্ট লেডি অব দ্য ইউনাইটেড স্টেটস) করোনায় আক্রান্ত। দুজনেই আপাতত আইসোলেশনে থাকার প্রস্তুতি নিচ্ছেন। দ্রুত সুস্থ হয়ে ওঠার আশাও প্রকাশ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই টুইটের পর নেটিজেনরা তাঁর দ্রুত সুস্থ কামনা করে টুইট করেন। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা হোপ হিকসের করোনায় আক্রান্ত হওয়ার খব সামনে আসে। এরপরই একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাঁর সহকর্মী হোপ হিকস করোনায় আক্রান্ত হয়েছেন। খবরটি পাওয়ার পরই তিনি ও তাঁর স্ত্রী মেলানিয়া করোনা পরীক্ষা করান। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাঁরা। এরপর শুক্রবার রিপোর্ট আসে। তখনই জানা যায়, দু’জনেই করোনা পজিটিভ।
আরও পড়ুন: পায়জামা পরে ঘরে বসে টিভি দেখার জন্য মোটা টাকা বেতন! ব্রিটেনের একটি কোম্পানি দিচ্ছে সুযোগ
হিকস এয়ার ফোর্স ওয়ান-তে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত ভ্রমণ করেন এবং অন্যান্য সিনিয়র সহযোগীদের সঙ্গেও এই সপ্তাহের শুরুতে প্রশাসনিক কথাবার্তার জন্য তিনি ক্লেভল্যান্ডে যান। তাই হিকসের করোনা ধরা পড়ার পর থেকেই চিন্তায় রয়েছেন প্রশাসনিক কর্তারা। হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে “ট্রাম্প নিজের এবং আমেরিকান জনগণের সমর্থনে যারা কাজ করেন তাদের প্রত্যেকের স্বাস্থ্য এবং সুরক্ষা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।” করোনা সংক্রান্ত যাবতীয় গাইডলাইন মেনেই তাই কাজ করছেন তিনি। এবং সবার স্বাস্থ্যের দিকে খেয়ালও রাখছেন। আগামী ৩ নভেম্বর মার্কিন মুলুকে বাজবে নির্বাচনী দামাম। আর এর মধ্যে হিকস ও ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ায় চিন্তায় দলীয় কর্তারা।