জনমত সমীক্ষায় ডাহা ফেল, তবুও নিজেকে জয়ী ঘোষণা ট্রাম্পের

জনমত সমীক্ষায় ডাহা ফেল, তবুও নিজেকে জয়ী ঘোষণা ট্রাম্পের

3 stocks recomended

ওয়াশিংটন: জনমতকে তিনি পাত্তা দেন না৷ তিনি মনে করেন, মত যাই হোক না কেন, ক্ষমতা থাকবে তাঁরই পক্ষে৷ যতই হোক বিশ্বের শক্তিশালী দেশ চালানোর ক্ষমতা৷ আর ক্ষমতা ধরে রাখতে সমস্ত চ্যালেঞ্জ নিতে তৈরি ডোনাল্ড ট্রাম্প৷ প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এবার যাবতীয় পরিসংখ্যান কার্যত উড়িয়ে দিচ্ছেন তিনি৷ সাফ জানিয়ে দিয়েছেন, জিতছি আমিই৷

পরিসংখ্যান বলছে, ২০১৬- নির্বাচনে হিলারি ক্লিন্টনের পক্ষে গিয়েছিল জনমত সমীক্ষা৷ ঠিক যেমন এবার ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনের দিকে যেভাবে ঝুকে পড়েছে জনমত৷ প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের ৪৮ ঘণ্টা পর প্রকাশ্যে আসা একাধিক সমীক্ষার ফল নিয়ে গরম হয়ে উঠেছে মার্কিন মুলুক৷

সেখানে দেখা গিয়েছে, ৬৫% মানুষ বিডেনের কথাকে মান্যতা দিচ্ছেন৷ আর মাত্র ২৯% মানুষের মতে ট্রাম্প সত্যি বলেছেন৷ ২০১৬ সালের হিলারি ক্লিন্টনের পক্ষে ছিল ৬২% জনমত৷ কিন্তু, বাকি পড়ে থাকা ২৭ শতাংশেই বাজিমাৎ করেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প৷ ফলে, এবারও পিছিয়ে থাকার অর্থে জয়ের হাতছানি দেখছে ট্রাম্প৷ বিডেনের এই হারের পর ডেমোক্র্যাটরা তাঁদের প্রার্থীকে পরবর্তী বিতর্কসভাগুলি থেকে সরে দাঁড়াতে বলেছেন বিদায়ী প্রেসিডেন্ট৷ এরপর ২টি বিতর্ক সভা রয়েছে ফ্লোরিডা ও টেনেসির ময়দানে৷ এর সেই সভা ঘিরে চিন্তাভাবনা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − seven =