২০২০-র সবচেয়ে খারাপ ১০টি পাসওয়ার্ড কী?

২০২০-র সবচেয়ে খারাপ ১০টি পাসওয়ার্ড কী?

নয়াদিল্লি: ২০২০ সালে সবথেকে খারাপ পাসওয়ার্ড কী? সম্প্রতি সেই তালিকা প্রকাশ করেছে পাসওয়ার্ড ম্যানেজার নর্ডপাস (NordPass )৷ এই বছরের প্রায় ২০০টি ‘খারাপ’ পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে সংস্থা৷ এমনকি কোন কোন পাসওয়ার্ড কতবার ব্যবহৃত হয়েছে তার বিস্তৃত ব্যাখ্যাও দিয়েছে নর্ডপাস৷ 

আরও পড়ুন- ৫৯৯ টাকায় ৩০০০GB ইন্টারনেট! দীপাবলির উপহার দিচ্ছে এই সংস্থা

গবেষণা অনুসারে নর্ডপাস বলছে, ২০২০ সালের সবচেয়ে সাধারণ পাসওয়ার্ড ছিল ‘১২৩৪৫৬’৷ এই পাসওয়ার্ডটি ২০ মিলিয়ন মানুষ ব্যবহার করেছেন৷ দ্বিতীয় স্থানেই রয়েছে ‘১২৩৪৫৬৭৮৯’৷ ২০২০ সালে এই পাসওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে কয়েক  লক্ষ বার৷ তৃতীয় স্থানে রয়েছে পাসওয়ার্ড ‘picture1’৷ নর্ডপাস বলছে, ‘‘আমরা ২০১৯ এবং ২০২০-র খারাপ পাসওয়ার্ডগুলির তুলনা করে দেখেছি৷ কী ভাবে তাদের স্থান পরিবর্তন হয়েছে সেগুলিইও হাইলাইট করা হয়েছে৷ সবুজ চিহ্ন দিয়ে উত্থান আর লাল চিহ্ন দিয়ে পতন বোঝানো হয়েছে৷’’ নর্ডপাসের তরফে আরও বলা হয়েছে, ‘‘গবেষণা অনুসারে বেশিরভাগ মানুষই সহজ ভাবে মনে রাখা যায় এমন পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন৷ কারণ এটি সুবিধাজনক৷ কিন্তু সমস্যা হল বেশিরভাগ স্মরণীয় পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের জন্য অত্যন্ত দুর্বল৷ ১২টি ক্যাটাগরি সবচেয়ে বেশি জনপ্রিয় বলে গবেষণায় জানা গিয়েছে৷’’ 

আরও পড়ুন- ভারতে করোনার সেকেন্ড ওয়েভ! আক্রান্তের হিসাব তেমনই ইঙ্গিত দিচ্ছে

ইউজারদের জন্য নর্ডপাসের সুপারিশ, ‘‘অভিধানের শব্দ, সংখ্যা সংমিশ্রণ বা কীবোর্ড কম্বিনেশনের ব্যবহার এড়িয়ে চলুন৷’’ আরও বলা হয়েছে, ‘পাসওয়ার্ড’, ‘কোয়ার্টি’ বা ‘১২৩৪৫৬’ –এর মতো পাসওয়ার্ড ক্র্যাক করা খুব সহজ৷ এছাড়াও “aaaa” বা “123abc” এর মতো রিপিটেটিভ ক্যারেকটার ব্যবহার থেকে বিরত থাকুন৷ কোনও ভাবেই ব্যক্তিগত বিবরণের উপর ভিত্তি করে পাসওয়ার্ড তৈরি করবেন না৷ কারণ ব্যাক্তিগত বিবরণের উপর ভিত্তি করা পাসওয়ার্ড সম্পূর্ণভাবে গোপনীয় নাও হবে পারে৷ যেমন আপনার ফোন নম্বর, জন্মতারিখ বা নাম কখনই দেওয়া উচিত নয়৷ 

নর্ডপাস সতর্ক করে বলেছে,  একাধিক অ্যাকাউন্টে পাসওয়ার্ডের পুনরাবৃত্তি না করাই ভালো৷ প্রতিটি অ্যাকাউন্টের জন্য একটি অনন্য পাসওয়ার্ড তৈরি করা উচিত। ব্যবহারকারীদের পাসওয়ার্ডও দীর্ঘ করা উচিত – এবং ১২ টি অক্ষরের চেয়ে কম পাসওয়ার্ড দেওয়া উচিত নয়৷  ২০২০-০ সবচেয়ে খারাপ দশটি পাসওয়ার্ড হল ১২৩৪৫৬, ১২৩৪৫৬৭৮৯, picture1, passward, ১২৩৪৫৬৭৮, ১১১১১১, ১২৩১২৩, ১২৩৪৫, ১২৩৪৫৬৭৮৯০ এবং senha৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − fourteen =