৫৯৯ টাকায় ৩০০০GB ইন্টারনেট! দীপাবলির উপহার দিচ্ছে এই সংস্থা

 লকডাউনের মধ্যে ব্রডব্যান্ড পরিষেবা দর্শকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্রাহকদের জন্য একের পর এক আকর্ষণীয় অফার এনেছে JioFiber এবং Airtel Xstream Fiber। এবার সেই পথেই হাঁটল সরকারি টেলিকম সংস্থা BSNL। তারাও গ্রাহকদের জন্য নতুন পরিষেবা এনেছে। তাদের Fiber Basic Plus প্ল্যানে গ্রাহকের সুবিধা হবে বলেই আশা কর্তৃপক্ষের। এই প্ল্যানের দাম ৫৯৯ টাকা থেকে শুরু। কর্তৃপক্ষের আশা Airtel Xstream Fiber-এর ৪৯৯ টাকার প্ল্যানের চেয়ে এটি অনেকাংশে ভাল।

 

নয়াদিল্লি: লকডাউনের মধ্যে ব্রডব্যান্ড পরিষেবা দর্শকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্রাহকদের জন্য একের পর এক আকর্ষণীয় অফার এনেছে JioFiber এবং Airtel Xstream Fiber। এবার সেই পথেই হাঁটল সরকারি টেলিকম সংস্থা BSNL। তারাও গ্রাহকদের জন্য নতুন পরিষেবা এনেছে। তাদের Fiber Basic Plus প্ল্যানে গ্রাহকের সুবিধা হবে বলেই আশা কর্তৃপক্ষের। এই প্ল্যানের দাম ৫৯৯ টাকা থেকে শুরু। কর্তৃপক্ষের আশা Airtel Xstream Fiber-এর ৪৯৯ টাকার প্ল্যানের চেয়ে এটি অনেকাংশে ভাল।

BSNL-এর তরফে জানানো হয়েছে Fiber Basic Plus নামে এই ব্রডব্যান্ড প্ল্যান ৩৩০০ GB ইন্টারনেট পরিষেবা দেবে। এই প্ল্যানের আওতাভুক্ত এক একজন গ্রাহক ৬০ Mbps করে ইন্টারনেট স্পিড পেতে পারেন। এছাড়া থাকছে আলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা। তবে মাসে একবার এই FUP লিমিট শেষ হয়ে গেলেই, স্পিড ২ Mbps-এ নেমে আসবে। এই FUP লিমিট শেষ হয়ে যাওয়াক পর গ্রাহকেরা ডাউনলোড এবং আপলোড স্পিড কত পাবেন, তা এখনও কিছু জানা যায়নি। এছাড়া এই প্ল্যানের আওতায় অতিরিক্ত বেনিফিট হিসেবে থাকছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এই প্ল্যান যাঁরা ব্যবহার করবেন তাঁরা ২৪ ঘণ্টা যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন। মাসিক সাবস্ক্রিপশনের সুবিধায় এই প্ল্যান আনা হয়েছে। এই প্ল্যান কিন্তু লং-টার্মের জন্য নয়। একথা BSNL-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে।

এই Fiber Basic Plus প্ল্যানটি সারা ভারতের জন্যই উপলব্ধ। তবে সেই সব জায়গায় Fiber-to-the-Home (FTTH) সার্ভিস থাকলে তবেই এই পরিষেবা মিলবে BSNL।  তবে সবচেয়ে বড় খবর এই পরিষেবা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও পাওয়া যাবে। এ বছরের ১১ নভেম্বর থেকে এই পরিষেবা দিচ্ছে BSNL। ৫৯৯ টাকার এই ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গেই সরকারি এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার Fiber Basic plan-এর দাম কমিয়ে ৪৪৯ টাকা করা হয়েছে। এই প্ল্যানটি আবার আন্দামান নিকোবর বাদ দিয়ে সারা ভারতের সমস্ত সার্কেলে উপলব্ধ। এন্ট্রি লেভেলের এই ব্রডব্যান্ড প্ল্যানে BSNL 30Mbps করে স্পিড দিচ্ছে। ব্যাবহারকারীরা মোট ৩.৩ Tb ইন্টারনেট ব্যবহার করতে পারে।

সম্প্রতি TRAI-এর আগস্ট মাসের রিপোর্ট থেকে জানা গিয়েছে, একমাসে ১০ হাজার ব্রডব্যান্ড ব্যবহারকারী হারিয়েছে সরকারি টেলিকম সংস্থা BSNL। কোম্পানি আগস্টে ৭.৮৫ মিলিয়ন গ্রাহক রেজিস্টার করেছে। তার আগে, জুলাই মাসে BSNL-এর গ্রাহক সংখ্যা ছিল ৭.৮৬ মিলিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =