দরিদ্র পরিবার থেকে ফুটবলের সম্রাট, আজীবন বিতর্ক আষ্টেপৃষ্ঠে ছিল মারাদোনাকে

দরিদ্র পরিবার থেকে ফুটবলের সম্রাট, আজীবন বিতর্ক আষ্টেপৃষ্ঠে ছিল মারাদোনাকে

কলকাতা: তাঁর পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ হয়েছিল ফুটবল বিশ্ব। তিনি ফুটবলের রাজপুত্র৷ শতাব্দীর সেরা ফুটবলার৷  সাফল্যের শিখড়ে পৌঁছলেও তাঁর জীবনের সঙ্গী ছিল বিতর্ক৷ তিনি দিয়েগো আর্মান্দো মারাদনা৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব৷ 

আরও পড়ুন- স্ত্রী ক্লডিয়ার সঙ্গে সম্পর্কে থেকেও একধিক প্রেম-সন্তান, বর্ণময় মারাদোনার জীবন

১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্তিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি বস্তিতে জন্ম হয় মারাদোনার৷ দরিদ্র ক্যাথলিক পরিবারের সন্তান তিনি৷ আট ভাইবোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম৷ মাত্র ১০ বছর বয়সেই তাঁর প্রতিভা নজর কেড়েছিল বিখ্যাত ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের৷ তবে তাঁর বাবা ডন দিয়েগো প্রথমে তাঁকে এই ক্লাবে খেলতে দিতে চাননি৷ কারণ সেখানে বেশি টাকা দেওয়া হত না৷ ডন দিয়েগো ছিলেন কারখানার সাধারণ কর্মী৷ তাঁর মা ডোনা টোটা ছিলেন গৃহবধূ৷ 

অসামান্য প্রতিভার জেরে মাত্র ১৬ বছর বয়সে সিনিয়র দলে খেলার সুযোগ আসে মারাদোনার কাছে৷ কৈশোর বয়সেই ধরা দেয় সাফল্য৷ কিন্তু পরবর্তী সময়ে ডোপ কেলেঙ্কারিরতে নাম জড়ায় তাঁর৷ স্পেনে বার্সালোনা ক্লাবের হয়ে খেলার সময়ই নাকি মাদক সেবন শুরু করেছিলেন তিনি৷ ১৯৯১ সালে মাদক সেবনের কারণে ১৫ মাসে জন্য নির্বাসিত হয়েছিলেন৷ এর পর ১৯৯৪ সালে আমেরিকা বিশ্বকাপে ডোপ পরীক্ষায় ধরা পড়ার পর সোরগোল শুরু হয়ে যায়৷ দেশে ফেরত পাঠানো হয় তাঁকে৷ ড্রাগের নেশায় দীর্ঘ দিন ভুগেছিলেন তিনি৷ সেই সঙ্গে ছিল মদ্যপানের নেশা৷ পরে অতিরিক্ত ওজনও বেড়ে গিয়েছিল তাঁর৷ উশৃঙ্খল জীবন বারবার তাঁকে বিতর্কে জড়িয়েছিল ফুটবল সম্রাট৷ 

আরও পড়ুন- চলে গেলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা

মারাদোনার নাম জড়িয়েছিল একাধিক বিতর্কে৷ এবার নিজের বাড়ির সামনে এক সাংবাদিকের উপর গুলি চলিয়েছিলেন তিনি৷ এই অপরাধে সাসপেন্ড করা হয় তাঁকে৷ একাধিক বার প্রকাশ্যে মেজাজ হারিয়েছেন৷ নারী সঙ্গ নিয়েও বারবার চর্চা হয়েছে৷ একাধিক অবৈধ সন্তাও রয়েছে তাঁর৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =