স্ত্রী ক্লডিয়ার সঙ্গে সম্পর্কে থেকেও একধিক প্রেম-সন্তান, বর্ণময় মারাদোনার জীবন

স্ত্রী ক্লডিয়ার সঙ্গে সম্পর্কে থেকেও একধিক প্রেম-সন্তান, বর্ণময় মারাদোনার জীবন

কলকাতা: চলে গেলেন  ফুটবলের জাদুকর৷ খেলার মাঠে তাঁর পায়ের জাদুতে মোহিত আপামর ফুটবল প্রেমী৷ ‘রাজপুত্র’ দিয়েগো আর্মান্দো মারাদোনার ব্যক্তিগত জীবনও ছিল বৈচিত্রে ভরা৷ তাঁর জীবনে প্রেম এসেছে বারবার৷ রয়েছে একাধিক সন্তান৷ 

আরও পড়ুন- চলে গেলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা

মারাদোনা যখন স্ত্রী ক্লডিয়ার প্রেমে পড়েছিলেন, তখন তাঁর বয়স মাত্র ১৯৷ আর ক্লডিয়ার বয়স ছিল ১৭৷ দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ১৯৮৯ সালে ক্লডিয়াকে আই ডু বলেন মারাদোনা৷ ক্লডিয়া পরবর্তী সময়ে ফিল্ম প্রোডিউসার এবং রিয়ালিটি টিভি স্টার হয়ে ওঠেন৷ তাঁদের দুটি কন্যা সন্তান রয়েছে৷ ২০০৪ সালে তাঁদের ২৫ বছরের বিবাহিত জীবনে ছেদ পড়ে৷ তবে এর পরেও একাধিকবার দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে৷ ২০০৬ সালের বিশ্বকাপেও মারাদোনার পাশে দেখা গিয়েছিল ক্লডিয়াকে৷ ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদের ঘটনার চেয়েও ২০১৮ সালে আরও বেশি করে শিরোনামে উঠে এসেছিলেন তাঁরা৷ ক্লডিয়ার বিরুদ্ধে  অর্থ চুরির অভিযোগ আনেন মারাদোনা৷ তাঁর টাকা নিয়ে ক্লডিয়া ফ্লোরিডায় বাড়ি কিনেছেন বলে অভিযোগ করেছিলেন তিনি৷ ক্লডিয়ার পর অবশ্য অন্য কারও সঙ্গে গাঁটছড়া বাঁধেননি ফুটবলের জাদুকর৷ তবে একাধিক সম্পর্কে জড়িয়েছেন৷ স্ত্রীর সঙ্গে সম্পর্কে থাকার মাঝেও একাধিক নারী এসেছিল তাঁর জীবনে৷ 

আরও পড়ুন- সামান্য অর্থের জন্য ফ্যান্টাসি অ্যাপের প্রচার! BCCI সভাপতি সৌরভকে তুলোধনা রামচন্দ্রের

শোনা যায় মারাদোনা নাকি ১১টি সন্তানের বাবা৷ তবে তাঁর বৈধ সন্তান মাত্র দু’জন৷ ডালমা এবং জিয়ান্নিয়া৷ গত বছর কুইবায় তাঁর তিন সন্তান রয়েছেন বলে স্বীকার করেছিলেন মারাদোনা৷ এই তিন সন্তান দুই মহিলার৷ ৩০ বছর পিতৃত্ব অস্বীকার করার পর ২০১৬ সালে দিয়েগো জুনিয়র সিনাগ্রাকে সন্তানের স্বীকৃতি দেন তিনি৷ মডেল ক্রিস্টিনা সিনাগ্রার সঙ্গে সম্পর্কের জেরেই ১৯৮৬ সালে জন্ম হয় দিয়েগো জুনিয়রের৷ প্রথমে স্বীকৃতি না দিলেও বুয়েনস আয়ার্সের সংবাদমাধ্যমে এই কাহিনী প্রকাশ্যে আসার পর তিনি অবশ্য বলেছিলেন, ছেলের সঙ্গে একাত্ম হতে পেরে আমি আনন্দিত৷ আমি তাঁকে খুব ভালোবাসি৷ 

আবার মডেল জানারও বাবা ছিলেন তিনি৷ নাইটক্লাব কর্মী ভালেরিয়া সাবালেইনের সন্তান জানা৷ এছাড়াও আরও তিন মহিলা তাঁর সন্তানের দাবি নিয়ে মারাদোনার কাছে এসেছিলেন৷ তাঁর সর্ব কনিষ্ঠ সন্তানের বয়স মাত্র ৭৷ ২০১৩ সালে জন্ম হয় তাঁর৷ কিন্তু এই সন্তানের মা রোসিও ওলিভা যখন চার মাসের অন্তঃস্বত্ত্বা, তখন তাঁকে ছেড়ে দেন মারাদোনা৷ রোসিও তাঁর থেকে বয়সে ৩০ বছরের ছোট ছিলেন৷  ২০১২ সালে রোকিও অলিভিয়ার প্রেমে মজেছিলেন তিনি৷ ২০১৪ সালে ফেব্রুয়ারি মাসে তাঁদের বাগদান পর্বও সারা হয়ে যায়৷ অলিভিয়া একজন প্রাক্তন মহিলা ফুটবলার৷ তিনিও আর্জেন্টিনার একাধিক ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন৷ তবে ২০১৮ তে বিয়ে হওয়ার আগেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 4 =