সামান্য অর্থের জন্য ফ্যান্টাসি অ্যাপের প্রচার! BCCI সভাপতি সৌরভকে তুলোধনা রামচন্দ্রের

বিস্ফোরক দাবি করলেন প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া সত্ত্বেও সামান্য অর্থের লোভে একাধিক কাজ করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকি নিজের পদের অনৈতিক ব্যবহার করছেন তিনি! বিস্ফোরক দাবি করলেন প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। তাঁর কথায়, সামান্য অর্থের জন্য সৌরভ এমন কিছু কাজ করছেন যেটা একেবারেই অনুচিত।

রামচন্দ্র গুহ দাবি করেছেন, ভারতীয় ক্রিকেটের বোর্ড সভাপতি হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায় এমন কিছু কাজ করছেন সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। সামান্য অর্থের জন্য তিনি ফ্যান্টাসি আপের বিজ্ঞাপন করছেন। সভাপতি পদে থাকাকালীন কেউ এই ধরনের অ্যাপ এর প্রচার করতে পারে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন রামচন্দ্র গুহ। তিনি মনে করেন, সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর নিজের পদের অপব্যবহার করছেন। একইসঙ্গে দাবি করেন, সৌরভ নন, আদতে ভারতীয় ক্রিকেট বোর্ড চালাচ্ছেন অমিত শাহ, শ্রীনিবাসন। এই প্রেক্ষিতেই রামচন্দ্র গুহ আরো দাবি করেছেন, এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের ষড়যন্ত্র এবং স্বজনপোষণ চলছে। একদিকে যেমন রঞ্জি ট্রফির খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে দেরি করা হচ্ছে, অন্যদিকে বোর্ড সভাপতি হিসেবে অনেক অনেক কাজ করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এককথায় বিভিন্ন ইস্যু তুলে ধরে ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। প্রসঙ্গত, ২০১৭ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট চার সদস্যের প্রশাসক কমিটি গঠন করে। বিসিসিআই-এর প্রশাসনে স্বচ্ছতা আনার ভার এই কমিটির উপর দেয় শীর্ষ আদালত। সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন রামচন্দ্র। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন।

তবে এখানেই থেমে থাকেননি রামচন্দ্র। ধারাভাষ্য প্যানেল থেকে সঞ্জয় মঞ্জেরেকরকে বাদ দেওয়ার বিষয় নিয়েও সৌরভকে আক্রমণ করেছেন তিনি। দাবি করেছেন, ধারাভাষ্যের ওপর বোর্ডের নিয়ন্ত্রণ থাকতে পারে না, এটা একেবারেই অযৌক্তিক বিষয়ক। ধারাভাষ্যকারদের দলে নেওয়ার জন্য সঞ্জায় মঞ্জরেকরকে পুনরায় আবেদন করতে হয়েছিল, এই দৃশ্য হয়তো শুধু ভারতেই দেখা যাচ্ছে, বিশ্বের অন্য কোথাও এমনটা হয় না। উল্লেখ্য, চলতি বছরের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের ঠিক আগে ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছিল সঞ্জয় মঞ্জরেকরকে। পরবর্তী সময়ে আইপিএল ধারাভাষ্যকারদের দলে তাঁকে অন্তর্ভুক্ত করার জন্য বোর্ডের কাছে আবেদন করতে হয় সঞ্জয়কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 3 =