বুয়েন্স এইরস: প্রয়াত দিয়েগো মারাদোনা৷ আজ, বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ফুটবলের রাজপুত্র৷ বয়স হয়েছিল ৬০ বছর৷ বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন তিনি৷
গত কয়েদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পান৷ তারপর পুনর্বাসন কেন্দ্রে ছিলেন এই কিংবদন্তি ফুটবলার৷ বিশ্বকাপজয়ী এইকিংবদন্তি ফুটবলার হাসপাতালে ভর্তি ছিলেন৷ ব্রেন সার্জারি হয় তাঁর৷ গত ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছুটি পান তিনি৷ আজ আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি৷
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে ইতিমধ্যেই গভীর শোক প্রকাশ করেছে৷ শোক প্রকাশ করেছে গোটা বিশ্বের ফুটবলপ্রামীরা। ১৯৮৬ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতেন দিয়েগো মারাদোনা। ক্লাবস্তরে বার্সেলোনা ও নাপোলির হয়ে একাধিক ম্যাচ খেলেছেন তিনি৷ দেশের হয়ে খেলেছেন ৯১টি ম্যাচ৷ গোল করেছেন ৩৪টি৷ ১৯৮২ সালে প্রথম বিশ্বকাপ খেলেন তিনি৷ মারাদোনার ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিলেন গোটা বিশ্বকে। সেবার আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মারাদোনার নেতৃত্বে। ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপেও ফাইনালে খেলেছেন তিনি। পরে ১৯৯৭ সালে ফুটবলকে বিদায় জানান। অবসর নিলেও মাঠকে বিদায় জাননি তিনি। শুরু করেন কোচিং। ২০০৮-২০১০ সাল পর্যন্ত টানা আর্জেন্টিনার জাতীয় কোচ ছিলেন মারাদোনা।