তৃতীয় পর্বের ভোট শুরু বিহারে, ‘নতুন রেকর্ড’ গড়ার ডাক নমোর

তৃতীয় পর্বের ভোট শুরু বিহারে, ‘নতুন রেকর্ড’ গড়ার ডাক নমোর

4f4a6978b1ceb0c1637884f108f0a169

পাটনা:  তৃতীয় তথা শেষ দফার ভোট শুরু বিহারে৷ ২৪৩ আসনের বিহার বিধানসভার ৭৮টি আসনে চলছে ভোট গ্রহণ৷ ১ হাজার ২০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। এদিন সকালে টুইট করে বিহারের মানুষকে ভোট দিয়ে ‘নতুন রেকর্ড’ গড়ার ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 

আরও পড়ুন- আজ শেষ দফায় বিহার নির্বাচন, নীতীশ-তেজশ্বীর ভাগ্য পরীক্ষা

করোনা আবহে এই প্রথম এত বড় নির্বাচন অনুষ্ঠিত হল দেশে৷ সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনেই চলছে ভোট গ্রহণ পর্ব৷ এদিন তৃতীয় দফার ভোট গ্রহণ শুরু হতেই হিন্দিতে টুইট করেন নমো৷ তিনি বলেন, ‘‘আজ তৃতীয় দফার ভোট দিচ্ছে বিহার৷ গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে যোগ দেওয়ার জন্য আমি সকল ভোটারকে এগিয়ে আসার আবেদন জানাচ্ছি৷ আপনারা ভোট দিয়ে নতুন রেকর্ড গড়ে তুলুন৷ তবে হ্যাঁ, অবশ্যই মাস্ক পড়ুন এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলুন৷’’ গতকালই রাজ্যে ১২টিরও বেশি জনসভা করেছিলেন নমো৷ বিহারের মসনদে ফের এনডিএ জোটকে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছিলেন তিনি৷ বিজেপি-জেডিইউ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতীশ কুমার চতুর্থবার ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছেন৷ অন্যদিকে মহাগাটবন্ধন জোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালু-পুত্র তেজস্বী যাদব৷ নীতীশ কুমার যখন ‘বিকাশ পুরুষ’-এর ভাবমূর্তি নিয়ে ফের ক্ষমতার ফিরতে চাইছেন, তখন আরজেডি শিবিরে উঠেছে তারুণ্যের ঝড়৷ 

আরও পড়ুন- আলাদা মুখ নয়, বরং ‘ঘর ঘর মে মোদি’! বার্তা অমিত শাহের

বিহারে এনডিএ জোট সরকারকে ফেরাতে জোড় কদমে প্রচার চালিয়েছেন নরেন্দ্র মোদী৷ দূরত্ব বাড়লেও নীতীশ কুমারের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছেন তিনি৷ এর আগে প্রচারে নেমে একাধিক বার মেজাজ হারান নীতীশ কুমার৷ তিনি বলেন, এটাই তাঁর শেষ লড়াই৷ প্রচারের লড়াইয়ে পিছিয়ে নেই তেজস্বী যাদবও৷ নির্বাচন শুরু হওয়ার পর প্রায় ১৫টি সভা করেছেন তিনি৷ 
আজ ভোট হচ্ছে ১৫ জেলার ৭৮ আসনে৷ ভোটার সংখ্যা ২ কোটি ৩৪ লক্ষ৷ এই অসনগুলি রয়েছে মূলত গঙ্গার উত্তরপাড়ে কোশি-সীমাঞ্চল এলাকায়। এই এলাকাগুলি দীর্ঘদিন ধরেই আরজেডির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। এদিন ভোট দেওয়ার আবেদন জানান আরজেডি প্রার্থী তেজস্বী যাদবও৷ তিনি বলেন, ‘‘ গণতন্ত্রের এই মহান উৎসবে অংশ গ্রহণ করে ভোট দেওয়ার জন্য বিহারবাসীর কাছে আবেদন জানাচ্ছি। এই নির্বাচনের মধ্যে দিয়েই বিহার তার ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে। নীতীশজি এখন ক্লান্ত৷ তার পক্ষে আর রাজ্য চালানো সম্ভব নয়৷’’   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *