Aajbikel

আজ শেষ দফায় বিহার নির্বাচন, নীতীশ-তেজশ্বীর ভাগ্য পরীক্ষা

 | 
আজ শেষ দফায় বিহার নির্বাচন, নীতীশ-তেজশ্বীর ভাগ্য পরীক্ষা

পাটনা: আজ বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় ও শেষ দফার নির্বাচন৷ ১৫টি জেলায় ৭৮টি আসনে ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ করোনা বিধি-সহ কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ৷ সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়েছেন বিহারের সাধারণ জনতা৷ প্রতিটি বুথে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা৷ মানা হচ্ছে করোনা বিধি৷ সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও শুরুতেই ঘটেছে বিপত্তি৷ বেশ কিছু বুথে ইভিএম বিকল হয়ে পড়েছে বলে উঠতে শুরু করেছে অভিযোগ৷

বিহার নির্বাচনের শেষ দফায় টুইট করে ভোটারদের করোনা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ টুইটে লিখেছেন, মাস্ক পরুন৷ সামাজিক দূরত্ব বজায় রাখুন৷ ভোটদানে নতুন রেকর্ড তৈরি করতে বিহারবাসীকে আর্জিও জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

ভোটপর্ব শুরু হতেই বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করেছেন আরজেডি নেতা তেজশ্বী যাদব৷ গণতন্ত্রের মহান উৎসবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তেজস্বী৷ এই নির্বাচন বিহারের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলেও মন্তব্য লালু-পুত্রের৷ নীতীশকে কটাক্ষ করে তেজস্বীর মন্তব্য, ‘‘নীতীশজি এখন ক্লান্ত৷ রাজ্য শাসন করা তাঁর পক্ষে সম্ভব নয়৷’’ যদিও নীতীশ কুমার আগেই জানিয়ে দিয়েছেন, এটাই তাঁর শেষ নির্বাচন৷

Around The Web

Trending News

You May like