উইকিপিডিয়ায় জম্মু-কাশ্মীরের ‘ভুল’ মানচিত্র, কড়া হুঁশিয়ারি কেন্দ্রের

উইকিপিডিয়ায় জম্মু-কাশ্মীরের ‘ভুল’ মানচিত্র, কড়া হুঁশিয়ারি কেন্দ্রের

a29b1ca32cbc16596df7833724d6038e

নয়াদিল্লি: টুইটারের পর উইকিপিডিয়ায় জম্মু-কাশ্মীরের ‘ভুল’ মানচিত্র৷ বিতর্কিত ভূখণ্ডকে চিনের অংশ হিসাবে দেখানোয় উইকিপিডিয়াকে কড়া হুঁশিয়ারি দিল কেন্দ্র৷ অবিলম্বে তাদের প্ল্যাটফর্ম থেকে ‘ভুল’ মানচিত্রের লিঙ্ক না সরালে কড়া পদক্ষেপ করা হবে বলে জানাল নয়াদিল্লি৷ তথ্য প্রযুক্তি আইন অনুসারে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে৷ ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় এই নির্দেশিকা পাঠিয়েছে৷ 

আরও পড়ুন- কোভিশিল্ড-এর বিরূপ প্রতিক্রিয়া নেই, চলবে ট্রায়াল, জানিয়ে দিল কেন্দ্র

প্রসঙ্গত, এই বিষয়টি নজরে আনেন এক টুইটার ইউজার৷ টুইট করে এই বিষয়ে কেন্দ্রকে পদক্ষেপ করার আর্জি জানান তিনি৷ ভারত-ভুটান সম্পর্ক সংক্রান্ত উইকিপিডিয়ার পেজে ভারতের মানচিত্রে জম্মু-কাশ্মীরকে ‘ভুল’ ভাবে চিত্রিত করা হয়েছে৷ এই বিষয়টির উপর টুইটারের আলোকপাত করেন ছত্রশল সিং নামে জনৈক টুইটার ইউজার৷ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন৷ এর পরই পদক্ষেপ করে কেন্দ্র৷ গত ২৭ নভেম্বর উইকিপিডিয়াকে তাদের পেজ থেকে এই লিঙ্কটি মুছে ফেলার নির্দেশ পাঠায় নয়াদিল্লি৷ এই ‘ভুল’ মানচিত্র আঞ্চলিক অখণ্ডতা এবং ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে বলে উল্লেখ করা হয়৷ কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে এই ভুল সংশোধন করা না হলে উইকিপিডিয়ার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সূত্রের খবর৷ এমনকী তথ্য প্রযুক্তি আইন,২০২০-র ৬৯এ ধারা অনুসারে ভারতে উইকিপিডিয়া ব্লক করে দেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে৷ এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরের ‘ভুল’ মানচিত্র সংশোধন করেনি উইকিপিডিয়া৷ 

আরও পড়ুন- সীমান্তে সংঘাতের আবহেই ভারতের থেকে চাল কিনছে চিন

গত নভেম্বর মাসে টুইটারকে কড়া নোটিশ পাঠিয়েছিল কেন্দ্র৷ ভারতীয় ভূখণ্ডের সংবেদনশীল অংশকে চিনের অংশ হিসাবে দেখিয়েছিল টুইটার৷ লাদাখ জম্মু-কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ বলে স্পষ্ট করে দেয় ভারত৷ এবার আকাসাই চিনকে চিনের অংশ দেখিয়ে বিতর্কে উইকিপিডিয়া৷ আকসাই চিন জম্মু-কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *