কোভিশিল্ড-এর বিরূপ প্রতিক্রিয়া নেই, চলবে ট্রায়াল, জানিয়ে দিল কেন্দ্র

কোভিশিল্ড-এর বিরূপ প্রতিক্রিয়া নেই, চলবে ট্রায়াল, জানিয়ে দিল কেন্দ্র

নয়াদিল্লি: কোভিশিল্ড টিকার ট্রায়াল বন্ধ করার কোনও প্রয়োজন নেই৷ এই টিকা রোগ প্রতিরোধে সহায়ক বলেই জানিয়ে দিল কেন্দ্র৷  প্রসঙ্গত, কোভিশিল্ড নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছিলেন চেন্নাইয়ের এক স্বেচ্ছেসেবী৷ অবিলম্বে এই টিকার ট্রায়াল বন্ধ করার দাবি জানান তিনি৷ কিন্তু এই টিকা সুরক্ষিত বলেই জানাল সিরাম ইনস্টিটিউট৷ 

আরও পড়ুন-পূর্বপরিকল্পিত ছিল লাদাখে হামলা! চীনের পর্দাফাঁস আমেরিকার

 
অক্সফোর্ডের এই টিকাটি ভারতে তৈরির অনুমোদন পেয়েছে সিরাম ইনস্টিটিউট৷ কিন্তু এই টিকা নেওয়ার পরই চেন্নাইয়ের ওই স্বেচ্ছেসেবী অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ৷ ক্ষতিপূরণ হিসাবে ৫ কোটি টাকাও দাবি করেন তিনি৷ কিন্তু তাঁর দাবি মানতে নারাজ সিরাম ইনস্টিটিউট৷ তাঁদের দাবি, বছর ৪০ এর ওই ব্যক্তি দেশের মানুষকে প্ররোচিত করার চেষ্টা করছেন৷ এছাড়াও ডিএসএমবি এবং এথিক্স কমিটির জানিয়েছে, ওই ব্যক্তির যে শারীরিক এবং মানসিক সমস্যা হচ্ছে তা টিকার জন্য নয়৷ এ বিষয়ে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে রিপোর্টও পেশ করেছে সিরাম ইন্সটিটিউট৷ এমনকী ওই ব্যক্তির কাছে উল্টে ১০০ কোটি টাকা জরিমানা দাবি করেছে সিরাম৷ ওই ব্যক্তি একটি নোটিশ পাঠিয়ে জানিয়েছিলেন, তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন৷ বর্তমান ও ভবিষ্যত নিয়ে ট্রমার মধ্যে আছেন৷ তাই তাঁকে ক্ষতিপূরণ দেওয়া হোক৷ যা খারিজ করে দিয়েছে সিরাম৷ 

আরও পড়ুন- সীমান্তে সংঘাতের আবহেই ভারতের থেকে চাল কিনছে চিন

এদিকে আজ প্রথম টিকাকরণের জন্য ছাড়পত্র পেল ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন৷ বিশ্বের প্রথম দেশ হিসাবে এই ছাড়পত্র দিল ব্রিটেন৷ আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনজুড়ে শুরু হবে করোনার টিকাকরণ কর্মসূচি৷ এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম৷ এই টিকার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৭৩৭ টাকা৷ ইতিমধ্যেই ব্রিটেনের ২ কোটি মানুষের জন্য ৪ কোটি ডোজের বরাত দিয়েছে সে দেশের সরকার৷ 
  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + nineteen =