সীমান্তে সংঘাতের আবহেই ভারতের থেকে চাল কিনছে চিন

সীমান্তে সংঘাতের আবহেই ভারতের থেকে চাল কিনছে চিন

নয়াদিল্লি: লাদাখ সীমান্তে উত্তেজনার আবহে ভারতের কাছ থেকে চাল আমদানি করছে চিন৷ তিন দশকের মধ্যে এই প্রথম ভারতের থেকে চাল কিনতে শুরু করল শি জিনপিং-এর দেশ৷ চালের দামে অনেকটা ছাড় পাওয়াতেই চিন আমদানি শুরু করেছে বলে জানিয়েছেন আধিকারিকরা৷ 

আরও পড়ুন- কৃষকদের আয় অর্ধেক হয়ে গিয়েছে, ‘বন্ধু’দের সম্পত্তি বেড়েছে চতুর্গুণ, তোপ রাহুলের

সমগ্র বিশ্বে সর্বোচ্চ চাল বিক্রয়কারী দেশ হল ভারত৷ এবং চিন হল সবচেয়ে বড় চালের খরিদ্দার৷ বছরে প্রায় ৪ মিলিয়ন বা ৪০ লক্ষ টন চাল ক্রয় করে বেজিং৷ কিন্তু গত তিন বছর ধরে চাল আমদানির ক্ষেত্রে ভারতকে এড়িয়েই চলছিল চিন৷ অজুহাত হিসাবে গুণমানের প্রশ্ন তুলেছিল তারা৷ কিন্তু ভাঁড়ারে টান পড়ায় লাদাখ সীমান্তে দু’দেশের উত্তেজনার মাঝেই ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে জড়াল বেজিং৷ রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিভি কৃষ্ণ রাও বলেন, ‘‘এই প্রথম চিন ভারতের কাছ থেকে চাল আমদানি করল৷ ভারতীয় শস্যের গুণমান দেখার পর আগামী বছর আমদামির পরিমাণ আরও বাড়াতে পারে বেজিং৷’’

ইতিমধ্যেই ভারতের সঙ্গে চাল আমদামির চুক্তি হয়ে গিয়েছে৷ সেই চুক্তি অনুযায়ী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রায় ১ লক্ষ টন ভাঙা চাল পাঠানো হবে চিনে৷ প্রতি টনের দাম ৩০০ ডলার  বরাদ্দ করা হয়েছে৷ চিন সাধারণত থাইল্যান্ড, মায়ানমার এবং পাকিস্তানের কাছ থেকেই চাল আমদানি করে থাকে৷ কিন্তু তাদের উদ্বৃত্ত সরবরাহ সীমিত রয়েছে৷ চিনের চাহিদা মতো চাল সরবরাহ করতে পারছে না ‘বন্ধু’ দেশগুলি৷ তাদের ভাণ্ডারে অত চাল নেই৷ উপরন্তু ভারতের চেয়ে প্রতি টনে প্রায় ৩০ ডলার দাম বেশি ধার্য করেছে তারা৷ ফলে কিছুটা বাধ্য হয়েই ভারতের কাছেই মাথা নোয়াতে হল চিনকে৷ 

আরও পড়ুন- ‘সমগ্র দেশকে টিকা দেওয়ার কথা কখনই বলেনি সরকার’, স্বাস্থ্য সচিবের কথায় শোরগোল

প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এখনও আশান্তির মেঘ৷ লাদাখে ঠাণ্ডা পড়তে শুরু হলেও দু’দেশই তাদের সেনা মোতায়েন রেখেছে সীমান্তে৷ গালওয়ান উপত্যকায় রক্ত ঝরার পর দু’দেশের সম্পর্ক তলানিতে ঠেকে৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =