‘সমগ্র দেশকে টিকা দেওয়ার কথা কখনই বলেনি সরকার’, স্বাস্থ্য সচিবের কথায় শোরগোল

‘সমগ্র দেশকে টিকা দেওয়ার কথা কখনই বলেনি সরকার’, স্বাস্থ্য সচিবের কথায় শোরগোল

নয়াদিল্লি: করোনাকালে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হল টিকা৷ সমগ্র দেশবাসী করোনা টিকার অপেক্ষায় দিন গুনছে৷ দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তিন শহরে গিয়ে তিন সংস্থার টিকার অগ্রগতি খতিয়ে দেখেছেন৷ তিনি জানিয়েছিলেন, প্রত্যেক ভারতবাসী যাতে টিকা পান, সেটা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য৷ আগামী শুক্রবার ফের টিকা বন্টন কর্মসূচি নিয়ে সর্বদলীয় বৈঠক করবেন তিনি৷ তবে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের গলায় শোনা গেল অন্য সুর৷ তিনি বললেন, ‘‘করোনাভাইরাসের টিকা অনুমোদন পাওয়ার পর পুরো দেশকে টিকা দেওয়ার হবে, সে কথা কখনই বলা হয়নি৷’’ 

আরও পড়ুন- কৃষক বিদ্রোহ: দীর্ঘ বৈঠকেও অধরা সমাধান! ফের আলোচনা কেন্দ্রের

এদিন সাংবাদিক বৈঠকে ভূষণ জানান, টিকা দেওয়ার ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবে, তার একটি তালিকা সরকার তৈরি করা হয়েছিল৷ যেই তালিকায় রয়েছেন দেশের ১ কোটি স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং সশস্ত্র বাহিনী৷ রয়েছেন ৫০ উর্ধ্ব এবং ৫০ এর কম কো-মর্বিডিটি থাকা ব্যক্তিরা৷ কিন্তু পুরো দেশ কত দিনে কোভিড টিকা পাবে? এর উত্তরে তিনি বলেন, ‘‘গোটা দেশকে টিকা দেওয়া হবে, এমন কথা সরকার কোনও দিনই বলেনি৷’’ তাঁর কথায়,‘‘বিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করার আগে সে সম্পর্কে সঠিক তথ্য জানা উচিত৷ বৈজ্ঞানিক বিষয়ে তথ্য নির্ভর আলোচনা হওয়া উচিত৷ একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই যে, সরকার কিন্তু সমগ্র দেশকে টিকা দেওয়ার কথা বলেনি৷’’ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের কথায় সহমত পোষণ করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রধান ডা. বলরাম ভার্গভ৷ তিনি বলেন, ‘‘সংকটাপন্ন রোগী এবং প্রয়োজনীয় সংখ্যক মানুষকে টিকা দিয়ে যদি সংক্রমণের শৃঙ্খল ভাঙা সম্ভব হয় তাহলে সকলকে টিকা দেওয়ার প্রয়োজনই হবে না৷’’ 

আরও পড়ুন- খুনের হুমকি দিচ্ছে, ৩ কোটি ঘুষ নিয়েছে! শেলার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাবার

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তিন শহরে গিয়ে তিন সংস্থা জাইডাস ক্যাডিলা হেল্থকেয়ার, সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের টিকার অগ্রগতি খতিয়ে দেখার ঠিক পর দিনই এহেন মন্তব্য করলেন রাজেশ ভূষণ৷ করোনা টিকার জন্য যখন দশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছে তখন স্বাস্থ্য সচিবের এই কথায় রীতিমতো শেরগোল পড়ে গিয়েছে৷ 
       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =