কৃষকদের আয় অর্ধেক হয়ে গিয়েছে, ‘বন্ধু’দের সম্পত্তি বেড়েছে চতুর্গুণ, তোপ রাহুলের

কৃষকদের আয় অর্ধেক হয়ে গিয়েছে, ‘বন্ধু’দের সম্পত্তি বেড়েছে চতুর্গুণ, তোপ রাহুলের

নয়াদিল্লি:  মোদী সরকারের বিরুদ্ধে আরও একবার ঝাঁঝালো আক্রমণ শানালেন রাহুল গান্ধী৷ কৃষকদের দুর্দশার জন্য তুলোধোনা করলেন কেন্দ্রকে৷ কৃষি বিল নিয়ে তোলপাড় আন্দোলনের মধ্যেই তোপ দেগে কংগ্রেস সাংসদ বলেন, কৃষকদের আয় দ্বিগুণ হবে বলে দাবি করা হয়েছিল৷ আসল সত্যিটা হল ‘স্যুট বুট কী সরকার’-এর অধীনে কৃষকদের আয় ‘অর্ধেক’ হয়ে গিয়েছে৷ অন্যদিকে আরও ফেঁপেফুলে উঠেছেন তাঁদের বন্ধুরা৷ চার গুণ সম্পত্তি বেড়ে গিয়েছে তাঁদের৷ 

আরও পড়ুন- কৃষক বিদ্রোহ: দীর্ঘ বৈঠকেও অধরা সমাধান! ফের আলোচনা কেন্দ্রের

বুধবার টুইট করে রাহুল বলেন, ‘‘ওঁনারা বলেছিলেন কৃষকদের উপার্জন দ্বিগুন হয়ে যাবে৷ আদতে তাঁদের বন্ধুদের উপার্জন চতুর্গুণ বেড়ে গিয়েছে৷ কিন্তু কৃষকদের আয় অর্ধেক হয়ে গিয়েছে৷ এই স্যুট-বুট সরকার মিথ্যেবাদী সরকার, লুন্ঠনের সরকার৷’’ টুইটের সঙ্গে একটি ভিডিয়োও পোস্ট করেন রাহুল৷ যে ভাবে আন্দোলনরত কৃষকদের উপর নৃশংসভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে, সেই ছবিই তুলে ধরেন তিনি৷ ওই ভিডিয়োর সঙ্গে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কন্ঠস্বর৷ যেখানে তিনি বলছেন, কৃষকদের সকল সমস্যার সমাধান করা হবে৷ কৃষকদের আয় দ্বিগুণ হবে৷ কেন্দ্রের প্রবর্তিত তিনটি কৃষি আইনের বিরুদ্ধে যখন কৃষকরা লাগাতার আন্দেলন চালাচ্ছে৷ কৃষক আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজধানী লাগোয়া সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর সীমান্ত, ঠিক সেই সময়ই কেন্দ্রের বিরুদ্ধে তির ছুড়লেন রাহুল৷ বিক্ষোভরত কৃষকদের উপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধেও সরব হয়েছেন সোনিয়া-পুত্র৷ কৃষকদের স্বার্থে কৃষি আইন প্রত্যাহারের আর্জিও জানিয়েছেন তিনি৷ 

আরও পড়ুন- ‘সমগ্র দেশকে টিকা দেওয়ার কথা কখনই বলেনি সরকার’, স্বাস্থ্য সচিবের কথায় শোরগোল

প্রসঙ্গত, গতকাল কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব৷ কিন্তু সেই বৈঠকও ভেস্তে গিয়েছে৷ মেলেনি রফা সূত্র৷ কৃষি বিলে ফসল বিক্রির ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে কৃষকদের মধ্যে৷ এই বিল প্রত্যাহারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েছেন পঞ্জাব, হরিয়ানার কৃষকরা৷ অন্যদিকে কেন্দ্রের দাবি, এই বিলের ফলে আগের মতো কৃষক মান্ডিতে ফসল কেনার পাশাপাশি বেশি দামে বাইরের কোনও বড় সংস্থার কাছে ফসল বিক্রির সুযোগও পাবেন কৃষকরা৷  
   

  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 14 =