বিজয় দিবস: ১৯৭১ সালে এই ঐতিহাসিক দিনেই ভারতীয় সেনার কাছে আত্মসমর্পন করেছিল পাকিস্তান

বিজয় দিবস: ১৯৭১ সালে এই ঐতিহাসিক দিনেই ভারতীয় সেনার কাছে আত্মসমর্পন করেছিল পাকিস্তান

নয়াদিল্লি: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর৷ ভারতীয় সেনার প্রবল বিক্রমের কাছে পরাজিত হয়েছিল পাক বাহিনী৷ ভারতীয় সেনার বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী আজ৷ ৫০ বছর আগে এই দিনেই আত্মসমর্পন করেছিল পাক হানাদার বাহিনী৷ এই দিনে লেখা হয়েছিল বাঙালির সাফল্যের এক ইতিহাস৷ আজ বাঙালির সেই গৌরবের দিন৷ 

আরও পড়ুন- এবার হবে না সংসদের শীত-অধিবেশন! কৃষক বিদ্রোহে ভয় পেয়েছে সরকার?

১৯৭১ সালের এই দিনেই জেনারেল আরোরার কাছে আত্মসমর্পন করেছিলেন জেনারেল এএ খান নাইজি সহ প্রায় ৯৩ হাজার পাক সেনা৷ পাক নির্যাতনের হাত থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ৷ ভারত-পাক যুদ্ধে শহিদ বীর জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপনের মধ্যে দিয়েই পালিত হয় বিজয় দিবস৷ বাংলাদেশেও এই দিনটি পালিত হয় মহাসমারোহে৷ ১৯৭১ সালের ৩ ডিসেম্বর বাঙালি মুসলিম এবং হিন্দুদের রক্ষা করতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার৷ পূর্ব পাকিস্তানের মাটিতে ১৩ দিন ধরে চলে বন্দুকের লড়াই৷ ১৬ ডিসেম্বর অবশেষে আত্মসমর্পন করে পাকিস্তান৷ ১৯৭১-এর যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে এ দিন ছিল ভারতের অন্যতম সেরা জয়৷ 

এই যুদ্ধ ছিল বিষ শতকের অন্যতম হিসাত্মক যুদ্ধ৷ ব্যপক নৃশংসতার সাক্ষী থেকেছে ১৯৭১৷ শরণার্থী শিবিরে নাম লিখিয়েছিল ১ কোটি মানুষ৷ পাক বাহিনীর নির্যাতনে মৃত্যু হয়েছিল ৩০ লক্ষ মানুষের৷ প্রায় ন’ মাস ধরে পূর্ব পাকিস্তানের উপর চলেছিল নৃশংস অত্যাচার৷ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানী বাহিনীর প্রায় ৯১,৬৩৪ জন সেনা বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুত্থান ঘটে। ভারতে এই দিনটি পালিত হয় বিজয় দিবস হিসেবে৷ 

আরও পড়ুন- আসন থেকে টেনে নামানো হল উপাধ্যক্ষকে, উত্তাল কর্নাটকের বিধান পরিষদে

পাক বাহিনীর তরফে আত্মসমর্পণ পত্রে সাক্ষর করেছিলংন তাদের নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নাইজি৷ আত্মসমর্পনের এই দলিলটি ছিল লিখিত চুক্তি৷  মুক্তি যুদ্ধ চলার সময় পাক বাহিনীকে কড়া বার্তা পাঠিয়েছিলেন সেনা প্রধান ফিল্ড মার্শাল স্যাম মানেকশ৷ ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর তিনি বলেছিলেন, ‘‘আত্মসমর্পন কর৷ না হলে আমরা তোমাদের নিশ্চিহ্ন করে দবে৷’’ এর পর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি পাকিস্তান৷  

ভারত-পাক যুদ্ধে ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ‘স্বর্নিম বিজয় মশাল’ জালান৷ ১৬ ডিসেম্বরের থেকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ জয়ের ৫০ বছর পূর্তি ‘স্বর্নিম বিজয় বর্ষ’ হিসাবে পালিত হবে৷ এদিন রাজধানীর ‘ন্যশনাল ওয়ার মেমোরিয়াল’-এ এই উৎসবের সূচনা করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং তিন বাহিনীর প্রধান৷ অন্যদিকে, এদিন দেশের মানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেষ হাসিনা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *