UPSC-র টপার হয়ে গড়েছিলেন সংসার, সফল হয়েও সম্পর্ক ভাঙছেন IAS দম্পতি

UPSC-র টপার হয়ে গড়েছিলেন সংসার, সফল হয়েও সম্পর্ক ভাঙছেন IAS দম্পতি

জয়পুর: ২০১৫ সালে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর পরীক্ষায় প্রথম হয়েছিলেন তিনি৷ ওই বছরই ইউপিএসসি-তে দ্বিতীয় হন আথার খান৷ প্রথম স্থানাধিকারী টিনা দাবির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আথার৷ কিন্তু সম্প্রতি জয়পুরের ফ্যামিলি কোর্টে মিউচুয়াল ডিভোর্স চেয়ে আবেদন জানালেন এই দুই আইএএস অফিসার৷ 

আরও পড়ুন- দিল্লিতে থাকা তাঁর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর! সোনিয়াকে রাজধানী ছাড়ার পরামর্শ চিকিৎসকদের

আথার খান কাশ্মীরের বাসিন্দা৷ ২০১৮ সালে উপত্যকায় ধুমধাম করে বিয়ে করেন তাঁরা৷ প্রশিক্ষণ চলার সময়ই টিনা এবং আথার একে অপরের কাছে আসে৷ শুরু হয় প্রেম পর্ব৷ তার পরই বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা৷ টিনা এবং আথার দু’জনেই রাজস্থান ক্যাডারের অফিসার৷ বর্তমানে দু’জনেরই পোস্টিং জয়পুরে৷ তাঁদের বৈবাহিক সম্পর্ক নিয়ে বেশ কিছু দিন আগেই শুরু হয়েছিল কানাঘুষো৷ সোশ্যাল মিডিয়া অ্যকাউন্টে টিনা তাঁর পদবী থেকে ‘খান’ সরানোর পরই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়৷ অন্যদিকে, ইনস্টাগ্রামে টিনাকে আনফলো করে দেন আথারও৷ ২০১৮ সালে টিনা এবং আথারের ইন্টার-কাস্ট বিয়ে যেমন প্রশংসিত হয়েছিল, তেমনই সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁদের৷ টিনা এবং আথারের বিয়ের খবর উঠে এসেছিল সংবাদ শিরোনামে৷ তাঁদের বিয়ের রিশেপসনে উপস্থিত হয়েছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এবং কেন্দ্রীয় মন্ত্রী শঙ্কর প্রসাদ৷ দু’বছর পর আরও একবার সংবাদ শিরোনামে উঠে এল এই দুই দম্পতি৷ কারণ, বিচ্ছেদ৷ 

আরও পড়ুন- সংক্রমণের শঙ্কা! এই বছর আর স্কুল খুলবে না মুম্বইয়ে

তাঁদের বিয়ের পর অনেকেই এই বিষয়টিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বলে উল্লেখ করেছিলেন৷ কিন্তু এই সম্পর্ককে ‘লাভ জিহাদ’ বলে আখ্যায়িত করে হিন্দু মহাসভা৷ এর পরই তাঁদের কাহিনী হট টপিক হয়ে যায়৷ দিল্লি ও জম্মু-কাশ্মীরে বহুল ভাবে আলোচিত ও  সমালোচিত হয় তাঁদের সম্পর্ক৷ যাই হোক, টিনা তাঁর পদবী থেকে ‘খান’ সরিয়ে দেওয়ার পরই ফের শুরু হয় গুঞ্জন৷ 

টিনা দাবি দলিত পরিবারের সন্তান৷ ২০১৫ সালের ১১ মে নর্থব্লকে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং এর দফতরে সম্মাননা অনুষ্ঠানে আথার আমির-উল সাফি খানের সঙ্গে প্রথম দেখা হয় তাঁর৷ এক সময় আইএএস টপার বলেছিলেন, প্রথম দেখাতেই নাকি তাঁরা প্রেমে পড়েছিলেন৷ তবে সেই প্রেমে এখন চিড় ধরেছে৷ সম্পর্ক পৌঁছেছে আদালতে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − three =