সংক্রমণের শঙ্কা! এই বছর আর স্কুল খুলবে না মুম্বইয়ে

দেশের করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই সংক্রমণে নিরিখে শীর্ষস্থান ধরে রেখেছিল মহারাষ্ট্র।

মুম্বই: দেশের করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই সংক্রমণে নিরিখে শীর্ষস্থান ধরে রেখেছিল মহারাষ্ট্র। যতদিন এগোচ্ছিল ততই পরিস্থিতির সম্মুখীন হচ্ছিল বাণিজ্য নগরীর। এখন তুলনায় কিঞ্চিৎ পরিস্থিতি ঠিক হলেও করোনাভাইরাসকে হালকা ভাবে নিতে একেবারেই রাজি নয় মুম্বইবাসী।  তাই পরিস্থিতির কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিল বৃহমুম্বই পুরনিগম। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মুম্বইয়ের সব স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। 

কিছুদিন আগে পুরনিগমের তরফে জানানো হয়েছিল ২৩ নভেম্বর থেকে মুম্বইতে স্কুল খুলে যাবে। কিন্তু এখনও পর্যন্ত ভাইরাস পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে না আসায় সেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এখন জানানো হয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শহরের সব স্কুল বন্ধ থাকবে। তবে পুরনিগম আধিকারিকরা জানিয়েছেন, রাজ্যের অন্যান্য শহরের স্কুলগুলি নির্ধারিত সময়ে অর্থাৎ ২৩ নভেম্বর খোলা যেতে পারে। তার আগে অবশ্যই স্থানীয় পরিস্থিতির কথা বিবেচনা করতে হবে। এক্ষেত্রে প্রশাসনের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরেই স্কুল খোলার সিদ্ধান্ত নিতে হবে বলে জানানো হয়েছে। এই প্রসঙ্গে মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকর জানিয়েছেন, দিনপ্রতি সংক্রমণ বাড়ছে শহরে। এর আগে বিভিন্ন সরকারি স্কুল ভাইরাস পরীক্ষা কেন্দ্র এবং কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল। সে ক্ষেত্রে এই মুহূর্তে স্কুল খোলা একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। অতিমারি পরিস্থিতির মধ্যে স্কুল খোলা হলে সংক্রমণের হার আরও বেড়ে যেতে পারে। তাই আপাতত এ বছর বন্ধ থাকবে সমস্ত স্কুল। 

মহারাষ্ট্র এখনও সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির তালিকায় শীর্ষে রয়েছে। সেখানে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ১৭,৬৩,০৫৫। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছে ৫,৫৩৫ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫,৮৮২ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্য়া হয়েছে ৯০,০৪,৩৬৬ জন। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৪,৪৩,৭৯৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮৪,২৮,৪১০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *