বর্ষীয়ান শিখ নেতাকে কেন প্রধানমন্ত্রী করেছিলেন সোনিয়া? বিস্ফোরক ওবামা

বর্ষীয়ান শিখ নেতাকে কেন প্রধানমন্ত্রী করেছিলেন সোনিয়া? বিস্ফোরক ওবামা

নয়াদিল্লি: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্মৃতিকথা ‘আ প্রমিসড ল্যান্ড’-এ রাহুল গান্ধীকে নিয়ে করা মন্তব্য ইতিমধ্যেই ঝড় তুলেছে৷ ওবামার এই বিশ্লেষণ বিজেপি’র হাতে তুলে দিয়েছে ধারাল অস্ত্র৷ এই বইয়ের দু’মলটেই বন্দি হয়েছে আরও এক বিস্ফোরক৷ মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রী হওয়ার পিছনেও এক বিতর্কিত দাবি করেছেন আমেরিকার প্রাক্তন এই প্রেসিডেন্ট৷ 

আরও পড়ুন- এবার ভর্তুকিহীন সিলিন্ডারেও মিলবে ছাড়, জানুন কী ভাবে

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে দরাজ সংশাপত্র দিয়েছেন ওবামা৷ তিনি বলেন, ‘‘১৯৯০ সালে ভারতীয় অর্থনীতিতে উদারীকরণ শুরু হয়৷ গড়ে ওঠে বাজার ভিত্তিক অর্থনীতি৷ ভারতের এই অর্থনৈতিক পটপরিবর্তনের প্রধান স্থপতি ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷’’ ওবামা আরও বলেন, ‘‘সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে দেশের প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন৷ মনমোহন সিং মানুষের আস্থা অর্জন করতে পেরেছিলেন৷ প্রতিশ্রুতি নয়, সত্যিকারে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছিলেন তিনি৷ দুর্নীতির কাদা লাগেনি তাঁর গায়ে৷ তাঁর ভাবমূর্তি সর্বদাই স্বচ্ছ থেকে৷’’ 

মনমোহন সিং সম্পর্কে বলতে গিয়ে ওবামা আরও বলেন, ২৬/১১ মুম্বই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে পারেননি মনমোহন সিং৷ যার ফলে তাঁর রাজনৈতিক কেরিয়ারের উপর আঘাত নেমে এসেছিল৷ ওবামা লিখেছেন, ‘‘উনি মুসলিম-বিরোধী ভাবাবেগ উস্কে দিতে ভয় পেয়েছিলেন৷ মুসলিম বিরোধী মনোভাব সেই সময় দেশের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির প্রভাব ও প্রতিপত্তিকে আরও শক্তিশালী করে তুলবে বলেই আশঙ্কা ছিল তাঁর৷’’ এই প্রশংসার মাঝেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেন, ধর্মীয় ও সাম্প্রদায়িক বিষয়টি যে কোনও ক্ষেত্রেই উন্মাদনা জাগাতে পারে৷ এই ভাবাবেগকে কাজে লাগানো কোনও রাজনীতিবিদের পক্ষেই কঠিন কাজ নয়৷ ভারতীয় রাজনীতি এখনও ধর্ম ও জাতপাতের মধ্যেই নিমজ্জিত রয়েছে৷ প্রধানমন্ত্রী হিসাবে মনমোহন সিংয়ের উত্থানকে অনেকেই সাম্প্রদায়িক বিভাজনের উর্ধ্বে উঠে দেশের উন্নয়নের প্রতীক বলে উল্লেখ করেছিল৷ কিন্তু বিষয়টি তা নয়৷ 

আরও পড়ুন- কেন্দ্রের পরিসংখ্যানে ব্যর্থতার সিলমোহর! ৮ মাসে সর্বোচ্চ মূল্য-সূচক

এর পরেই বোমা ফাটিয়ে ওবামা বলেন, ‘‘অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই মনে করেন, প্রধানমন্ত্রী হিসাবে মনমোহন সিংকে বেছে নেওয়ার পিছনে সোনিয়া গান্ধীর নিজস্ব চিন্তাধারা ছিল৷ কারণ তিনি মনে করেছিলেন জাতীয় রাজনীতিতে সেই অর্থে কোনও ভিত না থাকা একজন বর্ষীয়ান শিখ নেতা তাঁর চল্লিশ বছরের ছেলের জন্য কোনও ঝুঁকি হবেন না৷ কংগ্রেসের দায়িত্ব তুলে দেওয়ার জন্য সেই সময় চলছিল রাহুলের প্রস্তুতি৷’’ 

মনমোহন সিংয়ের বাড়িতে একটি নৈশভোজের কথাও স্মরণ করেছেন ওবামা৷ সেই ভোজে উপস্থিত ছিলেন সোনিয়া ও রাহুল গান্ধী৷ তিনি বলেন, সোনিয়া গান্ধী কম কথা বলেন, শোনেন বেশি৷ নীতি নির্ধারণের বিষয়ে তিনি অনেক বেশি সতর্ক এবং ছেলের সঙ্গেই ক্রমাগত আলোচনা করতেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *