কেন্দ্রের পরিসংখ্যানে ব্যর্থতার সিলমোহর! ৮ মাসে সর্বোচ্চ মূল্য-সূচক

কেন্দ্রের পরিসংখ্যানে ব্যর্থতার সিলমোহর! ৮ মাসে সর্বোচ্চ মূল্য-সূচক

3 stocks recomended

নয়াদিল্লি: লাগামছাড়া মূল্যবৃদ্ধি৷ আর তার জেরে নাজেহাল মধ্যবিত্ত জনতা৷ খাদ্যসামগ্রী থেকে শুরু করে ভোগ্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ গৃহস্থালীর ব্যবহার্য পণ্যের দাম বেড়েই চলেছে৷ বাজারমূল্য যে বাড়ছে, তা আগেই টের পেয়েছিলেন সাধারণ জনতা৷ এবার কেন্দ্রীয় সরকার প্রকাশিত পরিসংখ্যানে ফের উঠে এল দ্রব্যমূল্য বৃদ্ধির তথ্য৷

কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, গত অক্টোবরে পাইকারি মূল্য-সূচক বেড়ে দাঁড়িয়েছে ১.৪৮ শতাংশ৷ গত আট মাসের সর্বোচ্চ৷ সেপ্টেম্বরে আনলক পর্বে যা ছিল ১.৩২ শতাংশ৷ গত বছর পাইকারি মূল্য সূচক ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে৷ খুচরো মূল্য সূচকও চড়তে শুরু করেছে৷ এই মুহূর্তে খুচরো সূচক ৭.৬১ শতাংশে পৌঁছে গিয়েছে৷ পাইকারি ও খুচরো মূল্য সূচক বৃদ্ধির জেরে চরম সমস্যায় পড়েছেন সাধারণ জনতা৷ শেষবার দেশে মূল্যবৃদ্ধি হয়েছিল গত ফেব্রুয়ারিতে৷ করোনা পরপর্তী পরিস্থিতিতে সেই হার এক লাফে বেড়ে যাওয়ার কারণে নাজেহাল মধ্যবিত্ত৷

বাজার পরিস্থিতি দেখে জুলাই থেকে খুচরো বাজারে মূল্যবৃদ্ধি আশঙ্কা আগেই করে রেখেছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ মূল্যবৃদ্ধির কারণে রেপো রেট কম করতে পারেনি কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ রেপো রেট অপরিবর্তীত রেখেও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার যে ব্যর্থ, তা আরও একবার প্রমাণ দিল কেন্দ্রের নয়া পরিসংখ্যান৷ পাইকারি ও খুচরো মূল্য সূচক উদ্বেগজনকভাবে বৃদ্ধির জেরে শিরে সংক্রান্তি দেখছেন সাধারণ জনতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − three =