এবার ভর্তুকিহীন সিলিন্ডারেও মিলবে ছাড়, জানুন কী ভাবে

এবার ভর্তুকিহীন সিলিন্ডারেও মিলবে ছাড়, জানুন কী ভাবে

নয়াদিল্লি: এলপিজি সিলিন্ডার পিছু ভর্তুকি দেয় কেন্দ্র৷ গ্যাস বুক করার পর প্রথমে সিলিন্ডারের টাকা গ্রাহকে দিতে হলেও, পরে ভর্তুকির টাকা সরাসরি জমা হয়ে যায় গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷ এই বিষয়টা আমাদের সকলেরই জানা৷ কিন্তু জানেন কি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারেও পাওয়ার যায় ছাড়৷ 

আরও পড়ুন- কেন্দ্রের পরিসংখ্যানে ব্যর্থতার সিলমোহর! ৮ মাসে সর্বোচ্চ মূল্য-সূচক

ভর্তুকিহীন এলপিজি-র উপর সরকার আপনাকে ভর্তুর্কি না দিলেও, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল এবং ভারত পেট্রোলিয়ামের মতো তেল সংস্থাগুলি অনলাইন পেমেন্টের উপর এই ছাড় দিয়ে থাকে৷ ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার গ্রাহকদের জন্য এই সুবিধা দিয়ে থাকে তেল সংস্থাগুলি৷ ডিজিটাল পেমেন্ট অভিযানকে তুলে ধরতেই এই ছাড়৷ গ্রাহকরা অনলাইন পেমেন্ট করলেই পেয়ে যাবেন ক্যাশব্যাক, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, কুপোন প্রভৃতি৷ 

কী ভাবে এই ডিসকাউন্ট বা ছাড় পাওয়া যাবে? আপনি যখনই এলপিজি সিলিন্ডার বুক করবেন, তখন নগদে টাকা মেটাবেন না৷ অধিকাংশ মানুষই তাঁদের বাড়িতে সিলিন্ডার দিতে আসা ডেলিভারি বয়ের হাতেই টাকা পেমেন্ট করে দেন৷ কিন্তু ডিসকাউন্ট পেতে চাইলে ডেলিভারি বয়ের হাতে টাকা পেমেন্ট করবেন না৷ বদলে পেমেন্ট করুন ডিজিটালি৷ আর পেয়ে যান ছাড়৷ 

আরও পড়ুন- নৃশংস! ৬ বছরের শিশুকে গণধর্ষণ করে কুপিয়ে বার করা হল তার ফুসফুস

অন্যদিকে, এই মাস থেকেই বদলে গিয়েছে গ্যাস সিলিন্ডার বুক করার নিয়ম৷ এবার থেকে নতুন নম্বরে ফোন করে গ্যাস সিলিন্ডার বুক করতে হবে৷ বণ্টন ব্যবস্থায় স্বচ্ছ্বতা আনতেই এই তৎপরতা৷ যার জেরে এই প্রথম ওটিপি ভিত্তিক গ্যাস ডেলিভারি ব্যবস্থা চালু হতে চলেছে৷ এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ডিএসি বা ডেলিভারি অথেনটিকেশন কোড৷ ইতিমধ্যেই জয়পুরে পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে৷ পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ইন্ডেনের গ্রাহকদের ৭৭১৮৯৫৫৫৫৫ (7718955555 ) নম্বরে ফোন করে গ্যাস বুকিং করতে হবে। ডেলিভারি বয় গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছনোর পরই গ্রাহকদের তেল সংস্থার পাঠানো ওটিপি  তাঁকে জানাতে হবে। এই দু’টি কোড মিললে তবেই গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 14 =