সিভিল সার্ভিস পরীক্ষায় বাদ পড়ছে CSAT টেস্ট? সংসদে জানাল কেন্দ্র

সিভিল সার্ভিস পরীক্ষায় বাদ পড়ছে CSAT টেস্ট? সংসদে জানাল কেন্দ্র

 

নয়াদিল্লি: সিভিল সার্ভিস পরীক্ষা থেকে সিভিল সার্ভিস অ্যাপটিটিউট টেস্ট (CSAT) বাদ দেওয়া হবে না৷ এমন কোনও পরিকল্পনা নেই বলেও বৃহস্পতিবার সংসদে জানাল কেন্দ্র৷ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) বছরে একবার সিভিস সার্ভিস পরীক্ষার আয়োজন করে থাকে৷ তিনটি ধাপে পরীক্ষা নেওয়া হয়৷ প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হয়৷ সিভিল সার্ভিস পরীক্ষার মধ্যে দিয়েই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) অফিসার নিয়োগ করা হয়৷  

আরও পড়ুন- কবে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন? সংসদে আশার বাণী স্বাস্থ্যমন্ত্রীর

সিএসএটি সিভিল সার্ভিস পরীক্ষার একটি অংশ৷ সিভিল সার্ভিস পরীক্ষা থেকে কী বাদ দেওয়া হবে সিভিস সার্ভিস অ্যাপটিটিউট টেস্ট? এই প্রশ্নের লিখিত জবাবে বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, সিভিল সার্ভিসের পরীক্ষা থেকে সিএসএটি বাদ দেওয়ার কোনও পরিকল্পনা নেই৷  ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফর্ম্যাট বদল করবে কিনা, এদিন সে প্রশ্নও করা হয়৷ এর উত্তরও আসে ‘না’৷ এমনকী ইন্টারভিউয়ের বদলে সাইকোলজি টেস্ট হবে না বলেও জানান তিনি৷ 

এদিন একটি ভিন্ন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘‘উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা ফেলোশিপের জন্য প্রবেশিকা পরীক্ষা পরিচালনাকারী ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, গত এক বছরে এমন কোনও পরীক্ষা নেই যা ফর্ম পূরণের এক বছর পরেও নেওয়া হয়নি৷’’ তবে করোনা পরিস্থিতির জেরে এপ্রিল মাসের পর থেকে বিজ্ঞপ্তি প্রকাশের সময়সূচি কিছুটা পরিবর্তন করতে হয়েছে৷ এছাড়াও কোভিড প্যান্ডেমিকের জেরেই টায়ার III কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার ফল প্রকাশেও খানিক বিলম্ব হয়েছে৷   

আরও পড়ুন- করোনার ছুতোয় পগারপার স্বামী, ধরা পড়লেন প্রেমিকার বাহুডোরে

এই বছর সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয়  ৫ অগাস্ট৷ এই পরীক্ষায় প্রথম হয়েছেন হরিয়ানার প্রদীপ সিং৷  দ্বিতীয় হয়েছেন যতীন কিশোর এবং তৃতীয় স্থানে প্রতিভা বর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 5 =