দেশের সম্প্রীতি নষ্ট করতে ‘লাভ জিহাদ’ তৈরি করেছে বিজেপি, কড়া আক্রমণ গেহলটের

দেশের সম্প্রীতি নষ্ট করতে ‘লাভ জিহাদ’ তৈরি করেছে বিজেপি, কড়া আক্রমণ গেহলটের

জয়পুর: ‘লাভ জিহাদ’ ইস্যুতে বিজেপি’কে তুলোধোনা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ তাঁর কথায়, ভালোবাসার মধ্যে বিদ্বেষের কোনও স্থান নেই৷ বিজেপি এই ‘লাভ জিহাদ’ শব্দটি ব্যবহার করে দেশের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে৷ তিনি বলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত৷ এই বিষয়ে ব্যক্তিগত স্বাধীনতা থাকা উচিত৷ তাদের বাধা দেওয়ার জন্য কোনও আইন আদালতে ধোপে টিকবে না৷ 

আরও পড়ুন- ‘বিজেপি শাসনে পানের দোকানে পরিণত হয়েছে সিবিআই’ তোপ মহারাষ্ট্রের মন্ত্রীর

 বিজেপি শাসিত রাজ্যগুলি ইতিমধ্যেই লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনার কথা ঘোষণা করেছে৷ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট সরকার কড়া আইন আনতে চলেছে বলে জানিয়েছে৷ বিরোধী চাপ বাড়ছে রাজস্থানেও৷ এর পরই লাভ জিহাদ নিয়ে সরব হন অশোক গেহলট৷ এদিন টুইট করে কংগ্রেসের মুখ্যমন্ত্রী  বলেন, ‘‘দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে লাভ জিহাদ শব্দটি সৃষ্টি করেছে বিজেপি৷ এর কোনও সংজ্ঞা সংবিধানে ব্যাখ্যা করা হয়নি৷ বিয়ের বিষয়টি প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত সিদ্ধান্ত৷ এর বিরুদ্ধে কোনও আইন আনার অর্থ সংবিধানকে অমান্য করা৷ ভালোবাসায় কোনও জিহাদ নেই৷’’ 

হালফিলে লাভ জিহাদ শব্দটি অত্যন্ত বেশি ভাবে প্রচলিত হয়েছে৷ মুসলিম সম্প্রদায়ের ছেলেরা হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করে বিয়ে করলেই তাকে লাভ জিহাদ বলে অভিহিত করা হচ্ছে৷ এদিন গেহলট টুইট করার পরই পাল্টা ময়দানে নামেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত৷ তিনি বলেন, ‘লাভ জিহাদ’ হল একটি ‘ফাঁদ’৷ তাঁর কথায়, ‘‘ডিয়ার অশোকজি, লাভ জিহাদ হল একটি ফাঁদ৷ হাজার হাজার যুবতী বিবাহ বন্ধনকে ব্যক্তিগত বিষয় বলে গণ্য করেই এগিয়ে যায়৷ পরে দেখা যায় বিষয়টি তা নয়৷ যদি ব্যক্তিগত স্বাধীনতার কথা বলা হয় তাহলে মেয়েরা কেন তাঁদের নাম বা ধর্ম বজায় রাখতে পারে না কেন?’’ 

আরও পড়ুন- আর সামাজিক দূরত্ব নয়, বলা হবে শারীরিক দূরত্ব, শান্তনুর আবেদনে সম্মতি কেন্দ্রের

অক্টোবর মাসে জুনপুরে উপ-নির্বাচনের সময় এক বৈঠকে লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ কড়া আইন আমার কথা জানিয়েছে শিবরাজ সিং চৌহান সরকারও৷ রাজস্থানেও এই আইন আনার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা৷ কিন্তু লাভ জিহাদের বিরুদ্ধে গেহলট সরকার যে কোনও আইন আনবেন না তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + twenty =