আর সামাজিক দূরত্ব নয়, বলা হবে শারীরিক দূরত্ব, শান্তনুর আবেদনে সম্মতি কেন্দ্রের

আর সামাজিক দূরত্ব নয়, বলা হবে শারীরিক দূরত্ব, শান্তনুর আবেদনে সম্মতি কেন্দ্রের

নয়াদিল্লি: সারা বিশ্ব আজ করোনার গ্রাসে৷ এখনও হাতে আসেনি প্রতিষেধক৷ এই অবস্থায় সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলার কথা বারবার বলা হয়েছে৷ কিন্তু এবার থেকে আর সামাজিক দূরত্ব  কথাটি বলা বা লেখা যাবে না৷ বদলে  লিখতে হবে শারীরিক দূরত্ব বা ফিজিক্যাল ডিস্টেন্সিং৷ সামাজিক দূরত্ব শব্দটি প্রত্যাহার করে শারীরিক দূরত্ব কথাটি ব্যবহার করার জন্য আবেদন জানিয়েছিলেন রাজ্য সভার সাংসদ শান্তনু সেন৷ তাঁর আবেদনে সম্মতি দিল কেন্দ্র। ফলে এবার থেকে করোনা বিধির সমস্ত জায়গাতেই লিখতে হবে শারীরিক দূরত্ব।

আরও পড়ুন- এপ্রিলেই সর্বসাধারণের জন্য করোনা ভ্যাকসিন, জানাল সিরাম ইনস্টিটিউট

প্রসঙ্গত, বেশ কিছু দিন আগেই শারীরিক দূরত্ব কথাটি ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সামাজিক দূরত্ব কথাটি ভুল বলেও উল্লেখ করেছিলেন তিনি৷ সামাজিক দূরত্ব কথাটির প্রয়োগ কতখানি যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাহিত্যিক থেকে শুরু করে ভাষাতত্ত্ববিদদের অনেকেই। তাঁদের কথায়, উদ্দেশ্য স্পষ্ট হলেও যে পরিভাষা ব্যবহার করা হচ্ছে, তা নিয়েই বিভ্রান্তি সৃষ্টিকারী৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু) এবং সংক্রামক অসুখ নিয়ন্ত্রণ কেন্দ্র আটলান্টার সিডিসি-ও প্রথমে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিসট্যান্সিং-এর কথা বললেও, এখন তারাও এই শব্দবন্ধনী থেকে সরে আসছেন৷ বদলে শারীরিক দূরত্ব বা ফিজিক্যাল ডিসট্যান্সিং কথাটি প্রয়োগ করার উপরেই জোড় দিয়েছে৷ হু’র বিধান মেনে আমাদের দেশেও বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে৷ যার আসল উদ্দেশ্য কিন্তু শারীরিক দূরত্ব বজায় রাখা৷ প্রধানমন্ত্রী নিজেও বারবার বলেছেন, টিকা হাতে না আসা পর্যন্ত দু’গজ দূরত্ব বজায় রাখতে হবে৷ একে অপরের থেকে শারীরিক দূরত্ব বজায় রাখলেও আসলে করোনার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে ঐক্যবদ্ধ ভাবেই৷ 

আরও পড়ুন- আর লুকানো যাবে না উপার্জন, RTI করে স্বামীর আয় জানতে পারবেন স্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 7 =