নয়াদিল্লি: কথায় বলে মেয়েদের বয়স আর ছেলেদের উপার্জন নাকি জানতে নেই৷ পুরুষরা কতটা উপার্জন করেন, তা অনেক সময়েই পরিবারের সদস্যদের জানাতে চান না৷ তবে এবার থেকে আর তেমনটি করা যাবে না৷ উপার্জনের হিসাব জানাতে হবে স্ত্রীকে৷ স্বামী যদি নিজে থেকে না জানান, তাহলে আরটিআই করে সেই তথ্য জানতে পারবেন স্ত্রী৷ সম্প্রতি এমনটাই জানাল সেন্ট্রাল ইনফরমেশন কমিশন (CIC)৷
আরও পড়ুন- ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে, দুটি গড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ শিশু সহ ১৪
কমিশন জানিয়েছে, স্বামীয় আয়ের অঙ্ক আরটিআই করে জানার অধিকার রয়েছে স্ত্রীর৷ অর্থাৎ আয়কর দফতরকে হিসাব দেওয়ার আগে আয়-ব্যায়ের পরিমাণ জানাতে হবে ‘হোম মিনিস্টার’ স্ত্রীকে৷ কোনওভাবেই আর লুকোচাপা করা যাবে না৷ হিসাব দিতে হবে পুঙ্খানুপুঙ্খ৷ প্রসঙ্গত, রহমত বানু নামে যোধপুরের এক মহিলা সম্প্রতি স্বামীর আয় জানতে চেয়ে দ্বারস্থ হয়েছিলেন আয়কর দফতরের৷ কিন্তু আয়কর দফতর গিয়ে কোনও কাজ হয়নি। এর পর বিষয়টি পৌঁছয় সিআইসি-র কাছে। তাঁর আবেদনের ভিত্তিতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সিআইসি৷ কমিশন জানিয়ে দেয়, স্ত্রীর কাছে যাবতীয় আয়-ব্যয়ের হিসেব দিতে বাধ্য স্বামী। ইচ্ছাকৃতভাবে তা লুকিয়ে রাখা চলবে না৷ প্রয়োজনে মহিলারা আরটিআইয়ের দ্বারস্থ হয়ে স্বামীর আয় জেনে নিতে পারবেন। অর্থাৎ স্বামীর উপার্জন জানার ক্ষেত্রে স্ত্রীদের হাতে আইনি অধিকার তুলে দিল সেন্ট্রাল ইনফরমেশন কমিশন৷
আরও পড়ুন- আক্রান্ত ১৫০-র বেশি পড়ুয়া! হরিয়ানার স্কুলে ভাইরাস থাবা
এদিকে রহমত বানুর আবেদনের ভিত্তিতে সিআইসি আয়কর দফতরকে নির্দেশ দেয় ১৫ দিনের মধ্যে ওই মহিলাকে তাঁর স্বামীর আয়ের হিসেব দিতে হবে। ফলে এবার থেকে ঘরণীর কাছে আর নিজের উপার্জন লুকিয়ে রাখতে পারবেন না স্বামীরা৷ চাইলেই তাঁরা আরটিআই করতে পারবেন৷