পাশবিক! মুখ বেঁধে সারমেয়কে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার

পাশবিক! মুখ বেঁধে সারমেয়কে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার

মুম্বই: পৈশাচিক৷ এক শ্রমিকের লালসার শিকার হতে হল অবলা সারমেয়কে৷ এই পাশবিক ঘটনার সাক্ষী থাকল মুম্বই লাগোয়া মুলুন্দ (ওয়েস্ট)৷ দিন কয়েক আগেই মুম্বইয়ের পোওয়াই এলাকায় একটি শপিং কমপ্লেক্সের ভিতর ‘নুরি’ নামে একটি সারমেয়কে যৌন হেনস্থা করা হয়েছিল৷ ওই ঘটনার রেশ কাটার আগেই ফের প্রকাশ্যে উঠে এল আরও এক নির্মম ঘটনা৷ 

আরও পড়ুন- এটাই নীতীশের শেষ নির্বাচন! ভোট দিয়ে বললেন বিহারের ‘লন্ডন ফেরত’ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী

জানা গিয়েছে, মুলুন্দে একটি সোসাইটির গাড়ি পার্কিং এলাকায় বছর ৩০ এর এক শ্রমিক ওই সারমেয়টিকে ধর্ষণ করে৷ অভিযুক্ত শোভনাথ সরোজ এই অবলা পশুটির মুখ দড়ি দিয়ে বেঁধে পার্কিং এলাকায় থাকা একটি ঘরের মধ্যে নিয়ে যায়৷ সেখানেই তার উপর অত্যাচার চালায় সে৷ স্থানীয় কিছু মানুষ ও সিকিউরিটি গার্ডরা সারমেয়টির চাপা কান্নার শব্দ শুনে ওই ঘরের দিকে ছুটে যায়৷ সেখানে ঢুকে তাঁরা দেখেন মুখ বাঁধা ও রক্তাক্ত অবস্থায় সারমেয়টি পড়ে রয়েছে৷ মেঝেতেও রক্ত পড়ে থাকতে দেখেন তাঁরা৷ পুরো বিষয়টি দেখেই তাঁরা ঘটনাটি আন্দাজ করে৷ 

আরও পড়ুন- ফুচকার টক জলে প্রস্রাব! ভিডিয়ো ভাইরাল হতেই ধোলাই ফুচকাওয়ালাকে

ওম ফাউন্ডেশন নামে একটি এনজিও-র সদস্য ব্রিজ ভানিশালী বলেন, ‘‘বৃহস্পতিবার বিকেলে মুলান্দ থেকে একটি ফোন পাই৷ তাঁরা জানান, সাদা রংয়ের একটি মেয়ে সারমেয়কে ধর্ষণ করা হয়েছে৷ এই ঘটনার জন্য দায়ী এক শ্রমিক৷ আমি তাঁদের ১০০ নম্বর ডায়েল করে পুলিশে খবর দিতে বলি৷ এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই৷’’ এর পরই পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে অভিযুক্ত শোভরাম সরোজকে গ্রেফতার করে নিয়ে যায়৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ এবং  প্রিভেনশন অফ ক্রুয়েলটি অ্যানিম্যাল আইন ১১ (১) ধারায় মামলা রুজু করা হয়েছে৷ ওই সারমেয়টিকে একটি পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =