এটাই নীতীশের শেষ নির্বাচন! ভোট দিয়ে বললেন বিহারের ‘লন্ডন ফেরত’ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী

আজ রাজ্যে তৃতীয় দফা তথা শেষ দফার নির্বাচন।

 

পাটনা: সরগরম বিহার। চলছে বিধানসভা নির্বাচন। আজ রাজ্যে তৃতীয় দফা তথা শেষ দফার নির্বাচন। এদিন ভোট দিলেন বিহারের লন্ডন ফেরত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পুষ্পম প্রিয়া চৌধুরী। ভোট দেওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করলেন তিনি। স্পষ্ট ভাষায় জানালেন, এটাই হয়তো নীতীশ কুমারের জন্য শেষ নির্বাচন।

ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্লুরালস পার্টি প্রেসিডেন্ট তথা বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পুষ্পম প্রিয়া চৌধুরী। তিনি স্পষ্ট দাবি করেন, এই নির্বাচনে নীতীশ কুমার লড়ছেন না, তাহলে এই নির্বাচনের মূল্য কি? কে বলতে পারে, এটাই হয়তো মুখ্যমন্ত্রীর জন্য শেষ নির্বাচন। তিনি বিগত ১৫ বছর ধরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন। এখন তাঁর সম্মানের সঙ্গে অবসর নেওয়া উচিত। কারণ এ রাজ্যে যতদিন নীতীশ কুমার, লালু প্রসাদ যাদবের মত নেতা থাকবে, কতদিন রাজ্যের উন্নতি হওয়া অসম্ভব। 

একই সঙ্গে তিনি আরো বলেন, বর্তমানে বিহারের অবস্থা ভীষণ খারাপ। আর নীতীশ কুমার, লালু প্রসাদ যাদব এর মত লোকেরা থাকলে সাধারণ মানুষের আরো বেশি দুর্দশা হবে, বিহার রাজ্য হিসেবে কোনদিন প্রগতি করবে না। এই প্রেক্ষিতে তিনি দাবি করেন, তিনি ক্ষমতায় এলে তার প্রথম কাজ হবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে জেতার ব্যাপারে তিনি কতটা আশাবাদী সেই প্রশ্নের উত্তরের খুব একটা অনুকূল জবাব দিতে পারেননি প্রিয়া। তিনি বলেন, ফলাফল কি হবে তা সময় বলবে, তবে মনে করছেন তার দল ভালো ফল করবে। উল্লেখ্য, বিজেপি প্রার্থী নিতিন নবীন এবং শত্রুঘ্ন সিনহার ছেলে লভ সিনহার বিরুদ্ধে লড়াই করছেন পুষ্পম প্রিয়া চৌধুরী।

প্রসঙ্গত, রাজ্যের নির্বাচনের আগে তাকে আটক করে বিহার পুলিশ। রাজ্যে সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রপতি শাসনের দাবিতে বিহারের রাজ্যপাল ফাগু চৌহানের কাছে একটি স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন তিনি। সেই সময়ই তাকে আটক করে পাটনা পুলিশ। যদিও এ বিষয়ে পুলিশের দাবি ছিল, নিয়মের বিরুদ্ধে যাওয়ার ফলে তাকে আটক করা হয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *