নাতির বিয়ে! চপারে চেপে ঠাকুমা-দাদু পৌঁছলেন বিয়ের মণ্ডপে

নাতির বিয়ে! চপারে চেপে ঠাকুমা-দাদু পৌঁছলেন বিয়ের মণ্ডপে

বেঙ্গালুরু: নাতির বিয়ে বলে কথা৷ দাদু-ঠাকুমা যাবে না, তা কি হয়? কিন্তু তাঁরা যে বয়সের ভারে ন্যূব্জ৷ তবে সে যাই হোক, বাবা মা’কে ছেলের বিয়ে দেখাতে নাছোড় তিনিও৷ তাই ভাড়া করে বসলেন আস্ত একটি চপার৷ ছেলের ভাড়া করা হেলিকপ্টারে চেপেই নাতির বিয়ে দেখতে কেরলের পালক্কাড় থেকে বেঙ্গালুরুতে পৌঁছলেন ৯০ বছরের প্রৌঢ় কেএন লক্ষ্মীনারায়াণন এবং ৮৫ বছরের বৃদ্ধা সরস্বতী৷  আর ঠাকুমা-দাদুকে পেয়ে উচ্ছ্বসিত নাতিও৷  

আরও পড়ুন- বুধে বৈঠক, মঙ্গলের বারবেলা থেকেই গাজিপুর সীমানায় চড়ছে পারদ

লক্ষ্মীনারায়ণন বলেন, ‘‘আমরা আমাদের নাতি ড.সন্তোষের বিয়ে দেখতে চেয়েছিলাম৷ কিন্তু এতটা দূর  সড়ক পথে সফর করা খুবই কঠিন৷ তাই আমার ছেলে আমাদের জন্যে একটি হেলিকপ্টার ভাড়া করে নেয়৷ এই সুযোগ পেয়ে আমরা নিজেদের খুবই ভাগ্যবান মনে করছি৷’’ কেরলের পালাক্কড় থেকে সড়ক পথে বেঙ্গালুরুর দূরত্ব ৭ ঘণ্টা৷ সেখানে হেলিকপ্টারে এই পথ পেরতে লাগে মাত্র ১ ঘণ্টা৷ কিন্তু এই সফরের খরচ বেশ চড়া৷ মাত্র এক দিনের ভাড়া ১ লক্ষ টাকা! 

আরও পড়ুন- রাজনৈতিক অভিসন্ধি ছেড়ে আন্দোলনে আসুন, হুঁশিয়ারি কৃষকদের

বেঙ্গালুরুর চিপসান অ্যাভিয়েশনের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিল চপারটি৷ এই সংস্থার ডিরেক্টর সুনীল নারায়ণন বলেন, ‘‘কোভিড পরিস্থিতিতে এটা অন্যতম নিরাপদ পরিবহণ৷ এখানে সংক্রমণের সম্ভাবনা নেই বললেই চলে৷ জানা গিয়েছে, নাতির বিয়ে দেখে পরের দিনই চপারে চেপে বাড়ি ফেরেন এই বৃদ্ধ দম্পতি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 5 =