বলিউডে মাদক যোগ, রবি কিষাণকে রাজ্যসভায় একহাত নিলেন জয়া বচ্চন

বলিউডে মাদক যোগ, রবি কিষাণকে রাজ্যসভায় একহাত নিলেন জয়া বচ্চন

f9be5f152c8a949767d7f681e343bab8

 

নয়াদিল্লি:  বাদল অধিবেশন শুরু হতেই সংসদে অন্যতম আলোচ্য বিষয় হয়ে ওঠে ‘ড্রাগ’৷ অধিবেশনের প্রথম দিনেই সংসদে মাদক প্রসঙ্গ উত্থাপন করেন অভিনেতা-রাজনীতিবিদ রবি কিষাণ৷ বিজেপি সাংসদ জানান, ফিল্ম  ইন্ডাস্ট্রিতেও মাদক আসক্তি রয়েছে৷ মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে এ প্রসঙ্গে রবি কিষাণকে একহাত নিলেন সমাজবাদী পার্টি সাংসদ তথা বষীয়াণ অভিনেত্রী জয়া বচ্চন৷ 

আরও পড়ুন- KBC-তে ৫ কোটি জিতেও ছারখাড় জীবন, ঠোক্কর খেয়ে ঘুরল সুশীল-ভাগ্য

মঙ্গলবার সকালে জিরো আওয়ারে রাজসভ্যায় বিনোদন জগতের সম্মানহানি প্রসঙ্গে বলার অনুমতি চান সমাজবাদী পার্টির সাংসদ (জয়া বচ্চন। তাঁকে কথা বলার অনুমতি দেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু৷ ভোজপুরী অভিনেতা-সাংসদের মন্তব্যের রেশ টেনে এদিন রাজ্যসভায় জয়া বলেন, ‘‘কয়েকজন মানুষের জন্য, আপনি গোটা ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করতে পারেন না৷ গতকাল লোকসভায় আপনার কথা শুনে লজ্জায় আমার মাথা নত হয়ে গিয়েছিল৷ লোকসভার একজন সদস্য যিনি ইন্ডাস্ট্রি থেকেই এসেছেন, তিনিই সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে খারাপ মন্তব্য করছেন৷’’ রবি কিষাণকে বিঁধে এদিন জয়া আরও বলেন, ‘‘ জিস থালি মে খাতে হ্যায়, উসি মে ছেদ করতে হ্যায়৷’’ জয়া আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় বিনোদন জগতের নাম বদনাম করা হচ্ছে। গ্ল্যামার জগতকে নর্দমার সঙ্গে তুলনা করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না৷ আমি আশা করব, এই ধরনের মন্তব্য যেন আর না আসে, সরকার সে দিকে নজর রাখবে৷

আরও পড়ুন- সবার জন্য প্রতিষেধক বাজারে মিলবে কবে? সিরাম-বার্তায় মুখ পুড়ছে রাজনৈতিক নেতাদের

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদক যোগে গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী৷ এর পর থেকে আরও বেশি করে প্রকাশ্যে আসতে শুরু করেছে বলিউডের মাদক যোগ৷ একাধিক সেলিব্রিটির নামে গুঞ্জন শুরু হয়েছে৷ সেই আঁচ লাগে সংসদেও৷ সোমবার উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ তথা ভোজপুরী ও বলিউড তারকা রবি কিষাণ লোকসভায় বলেন, ‘‘ড্রাগের নেশায় আমাদের দেশে তরুণ সমাজকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশে প্রতিবেশি রাষ্ট্র ষড়যন্ত্রের জাল বিছিয়েছে৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ড্রাগের নেশা ছড়িয়ে পড়েছে৷ অনেককেই সন্দেহ করা হচ্ছে। এনসিবি খুবই ভালো কাজ করছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব, যাতে  এ বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হয়৷ মূল অপরাধীদের যথাযথ শাস্তি দেওয়া হোক এবং প্রতিবেশি দেশের এই ষড়যন্ত্র ব্যর্থ করা হোক৷’’ এর পরেই এদিন রাজ্যসভায় ফুঁসে ওঠেন জয়া বচ্চন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *