নয়াদিল্লি: ভারতের ইতিহাসে এই প্রথম৷ এয়ার ইন্ডিয়ার সিইও পদে বসলেন কোনও মহিলা৷ ইয়ার ইন্ডিয়ার আঞ্চলিক সহায়ক সংস্থা অ্যালায়েন্স এয়ারের সিইও পদে হরপ্রীত এ ডি সিংকে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার৷
আরও পড়ুন- জন্ম থেকেই নেই ২টি হাত, প্রতিকূলতাকে হারিয়ে আজ গাড়ির স্টিয়ারিংয়ে জিলুমল
হরপ্রীত এয়ার ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর (ফ্লাইট সেফটি) পদে কর্মরত ছিলেন। এবার থেকে এই পদের দায়িত্ব সামলাবেন এয়ারলাইনের অন্যতম সিনিয়র কমান্ডার নিবেদিতা ভসিন৷ শুক্রবার এয়ার ইন্ডিয়ার সিএমডি রাজীব বনশল একটি বিবৃতিতে জানান, ‘‘ পরবর্তী নির্দেশ জারি না হওয়ার পর্যন্ত অ্যালায়েন্স এয়ারের সিইও পদের দায়িত্ব সামলাবেন হরপ্রীত এ ডি সিং।
আরও পড়ুন- তারকা প্রচারকের তকমা হারালেন কমল নাথ, অস্বস্তিতে কংগ্রেস
কে এই হরপ্রীত সিং? জানা গিয়েছে, ১৯৮৮ সালে প্রথম এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলট হিসেবে নির্বাচিত হয়েছিলেন হরপ্রীত এ ডি সিং। যদিও শারীরিক সমস্যার কারণে তিনি বিমান চালাতে পারেননি। তবে ফ্লাইট সেফটি বিভাগে দীর্ঘদিন ধরে তিনি সক্রিয়ভাবে কাজ করে এসেছেন। বর্তমানে ভারতীয় মহিলা বিমান চালক অ্যাসোসিয়েশনের প্রধান তিনি। ভারতীয় বিমান সংস্থাগুলির মধ্যে এয়ার ইন্ডিয়ায় মহিলা পাইলটের সংখ্যা সবচেয়ে বেশি৷ ভারতীয় বিমান সংস্থাগুলিতে মূলত দুটি পর্যায়ে সবচেয়ে বেশি মহিলাদের পাইল পদে চাকরির আবেদন করেতে দেখা গিয়েছে৷ প্রথমত ৮০-র দশকের মাঝামাঝি এবং ২০০৫ সালের পর৷ যখন বেসরকারি সংস্থাগুলি বেশি করে পাখা মেলতে শুরু করে৷ ভারতের প্রথম মহিলা কমান্ডার ছিলেন সৌদামিনি দেশমুখ৷ সারা বিশ্বে মহিলা পাইলটের সংখ্যা যেখানে ২ থেকে ৩ শতাংশ৷ সেখানে ভারতে মহিলা পাইলটের সংখ্যা ১০ শতাংশ৷ ক্যাপ্টেন ক্ষমতা বাজপেয়ীও অনেকের কাছে রোল মডেল৷
প্রসঙ্গত, অ্যালায়েন্স ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া এআই এক্সপ্রেস-এআইএসএটিএস এর সঙ্গে সম্মিলিত ভাবে বিক্রি হচ্ছে না৷ আপাতত পিএসইউ থাকবে৷