তারকা প্রচারকের তকমা হারালেন কমল নাথ, অস্বস্তিতে কংগ্রেস

তারকা প্রচারকের তকমা হারালেন কমল নাথ, অস্বস্তিতে কংগ্রেস

 

ভোপাল: আর কয়েক দিন বাদেই মধ্যপ্রদেশে উপনির্বাচন৷ ভোটের ঠিক মুখে ‘স্টার ক্যাম্পেনার’-এর তকম হারালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কলম নাথ৷ একাধিক বার নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগে তাঁর কাছ থেকে ‘তারকা প্রচারক’-এর তকমা কেড়ে নিল নির্বাচন কমিশন৷ যার ফলে অস্বস্তিতে কংগ্রেস৷ 

আরও পড়ুন- ফাঁস হবে না কোনও তথ্য! দেশের সুরক্ষায় নয়া অ্যাপ ভারতীয় সেনার

এর আগে বিজেপি নেত্রী ইমারতী দেবীকে ‘আইটেম’ বলে বিতর্কে জড়িয়েছিলেন কংগ্রেসের এই বর্ষীয়াণ নেতা৷ এদিন তাঁর ওই মন্তব্যের জন্যও সতর্ক করে নির্বাচন কমিশন৷ এছাড়াও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ‘মাফিয়া’ এবং ‘মিলাওয়াত খোর’ বলে সম্বোধন করার অভিযোগও রয়েছে কমল নাথের বিরুদ্ধে৷ নির্বাচন বিধি ভঙ্গ করার অভিযোগেই নির্বাচন কমিশনের রোষে পড়েন তিনি৷ কমল নাথ নিজের মন্তব্যের সাফাই দিলেও, তাতে বিশেষ লাভ হয়নি৷ এ ধরণের মন্তব্যের জন্য কমল নাথের কাছে জবাব তলব করা হয়৷ সেই সঙ্গে তাঁকে এমন মন্তব্য থেকে বিরত থাকতে পরামর্শও দেয় কমিশন।  

শুক্রবার নির্বাচন কমিশনের তরফে বলা হয়, বারবার নির্বাচন বিধি ভঙ্গ করেছেন কমল নাথ৷ তাঁকে যে পরামর্শ দেওয়া হয়েছিল, সেটাও উপেক্ষা করেছেন তিনি৷ সেই কারণেই মধ্যপ্রদেশ উপনির্বাচনের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘তারকা প্রচারকে’র তকমা খারিজ করা হল৷’’ কমিশন স্পষ্ট জানিয়েছে দিয়েছে, এবার থেকে কমল নাথ যে সকল প্রার্থীর প্রচারে যাবেন, তাঁদেরকেই কমল নাথের যাবতীয় খরচ বহন করতে হবে৷ 

আরও পড়ুন- করোনা আবহেই অ্যাপেলে মজেছে ভারতবাসী! রেকর্ড বিক্রি আইফোনের

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি নেত্রী ইমারতী দেবীকে ‘আইটেম’ বলে সম্বোধন করার পর থেকে বিতর্কের সূত্রপাত৷ জনতার উদ্দেশে তিনি বলেছিলেন, ইমারতী দেবীর মতো একজন ‘আইটেম’-এর চরিত্র যে এরকম, তা আগে তাঁকে জানানো উচিত ছিল জনতার৷ তাঁর এই মন্তব্যের পর ড্যামেজ কন্ট্রোলে নামেন রাহুস গান্ধী৷ কমল নাথের মতো একজন বর্ষীয়ান নেতার কাছ থেকে এই ধরনের মন্তব্য তিনি প্রত্যাশা করেননি বলেও উল্লেখ করেন তিনি৷ 
এর পরই কমিশনের কাছে সাফাই দিয়ে কমল নাথ বলেন, কোনও নারীকে অসম্মান করার উদ্দেশ্য তাঁর ছিল না৷ তিনি আরও বলেছিলেন, ‘‘হ্যাঁ আমি ‘আইটেম’ বলেছি। এবং এটা কোনও অসম্মানসূচক শব্দ নয়। আমি একটা আইটেম। আপনিও একটা আইটেম। এবং এক্ষেত্রে বলতে গেলে আমরা সবাই আইটেম।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *