৬ রাজ্যে ১০০% প্রথম টিকা! দেশের কোভিড গ্রাফ আরও নিম্নমুখী

৬ রাজ্যে ১০০% প্রথম টিকা! দেশের কোভিড গ্রাফ আরও নিম্নমুখী

নয়াদিল্লি: বিগত কয়েক দিনের তুলনায় আজ দেশের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা আরও অনেকটা কমল। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝে এই তথ্য অবশ্যই স্বস্তি বাড়াবে সাধারণ মানুষের। এদিকে আরও বড় স্বস্তির খবর হল, দেশের ছ’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই ১০০ শতাংশ মানুষ করোনার প্রথম টিকা পেয়ে গিয়েছেন। সব মিলিয়ে মহামারি থেকে মুক্তির আশা দেখতে পাচ্ছে ভারতবাসী। 

আরও পড়ুন- ED-র তলবে দিল্লি যাচ্ছেন না মলয় ঘটক, বদলে দুটি প্রস্তাব রাখলেন আইনমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৪০৪ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১২৭ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ২০৭ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৫৭৯ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৮৪ হাজার ১৫৯ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৩ হাজার ২১৩ জন। এদিকে টিকাকরণের হার বেড়েছে এবং আপাতত মোট টিকা প্রাপ্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৫ কোটি। মোট সংখ্যা ৭৫ কোটি ২২ লক্ষ ৩৮ হাজার ৩২৪ জন। অন্যদিকে, যে  ছ’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই ১০০ শতাংশ মানুষ একটি ডোজ ভ্যাকসিন পেয়েছে সেগুলি হল, সিকিম, গোয়া, হিমাচলপ্রদেশ, দাদরা নগর হাভেলি, দমন ও দিউ এবং লাক্ষাদ্বীপ।

আরও পড়ুন- কবে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা? স্পষ্ট করে দিল কেন্দ্র 

কিছুদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট করে দিয়েছিল যে, ভারতে সম্ভবত অতিমারির দিন শেষ হয়ে এসেছে। অর্থাৎ এতদিন ধরে যে ‘প্যান্ডেমিক’ চলছিল সেটি এখন পৌঁছে গিয়েছে ‘এন্ডেমিক’-এর জায়গায়। ভারতে এখন করোনাভাইরাস এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে মনে করা হচ্ছে পরিস্থিতি এখন অতিমারি পর্যায়ে নেই। তবে দেশের করোনা ভাইরাস সংক্রমণ যে জায়গায় রয়েছে তাতে কিছুটা স্বস্তি মিলছে ঠিকই, কিন্তু অসতর্ক হওয়া চলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 13 =