নয়াদিল্লি: বিগত কয়েক দিনের তুলনায় আজ দেশের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেশ অনেকটাই কমল। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝে এই তথ্য অবশ্যই স্বস্তি বাড়াবে সাধারণ মানুষের। যদিও দেশের একটি রাজ্য করোনা নিয়ে চিন্তা প্রচণ্ড বাড়িয়ে দিচ্ছে এবং সেটি হল কেরল। কারণ আজ দেশের আক্রান্তের প্রায় ৯০ শতাংশই এই রাজ্য থেকে। তবে কমেছে মৃত্যু এবং অ্যাকটিভ কেসের হার। দেশের মোট সংক্রমণ কমে এসেছে ৩০ হাজারের নিচে।
আরও পড়ুন- মেয়েদের কাজ শুধু জন্ম দেওয়া! তালিবানি মুখপাত্রের মন্তব্যে হইহই
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ২৭ হাজার ২৫৪ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২১৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮৭ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩২ লক্ষ ৬৪ হাজার ১৭৫ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ০৩২ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪২ হাজার ৮৭৪ জন। চিন্তার ব্যাপার, গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্ত ২৭, ২৫৪ জনের মধ্যে ২০ হাজার ২৪০ জনই কেরলের বাসিন্দা! রাজ্যে মৃত্যু হয়েছে ৬৭ জনের। এদিকে টিকাকরণের হার বেড়েছে এবং আপাতত মোট টিকা প্রাপ্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৪ কোটি। মোট সংখ্যা ৭৪ কোটি ৩৮ লক্ষ ৩৭ হাজার ৬৪৩ জন।
আরও পড়ুন- কবে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা? স্পষ্ট করে দিল কেন্দ্র
দেশের সার্বিক করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ‘রিভিউ মিটিং’ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতির দিকে আরও কড়া নজর দিইয়ে টিকাকরণে জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। আবার জানা গিয়েছে, করোনাভাইরাসের নতুন প্রজাতি নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর। সাতটি দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাওয়ে, বসনিয়া, এই সাতটি দেশের ক্ষেত্রে বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।