জম্মু কাশ্মীরে উড়বে ১০০ ফুট উঁচু তেরঙ্গা! অভিনব উদ্যোগ ভারতীয় সেনাবাহিনীর

জম্মু কাশ্মীরে উড়বে ১০০ ফুট উঁচু তেরঙ্গা! অভিনব উদ্যোগ ভারতীয় সেনাবাহিনীর

4afa3fca12e539e9147c7944427ab3bc

শ্রীনগর: ভারতীয় নাগরিক হিসেবে তেরঙা জাতীয় পতাকাটিকে উঁচুতে উড়তে দেখলে মাথা উঁচু হয়ে যায় সকলেরই।এবার থেকে তাই সুউচ্চ হিমালয়ের বুকে মাথা তুলে উড়বে গেরুয়া সাদা সবুজ। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর এক অভিনব উদ্যোগে এমনই এক জাতীয় পতাকা লাভ করতে চলেছে জম্মু ও কাশ্মীর।

আরও পড়ুন- ভোট শেষ না হওয়া পর্যন্ত পঞ্চায়েতমন্ত্রীকে গৃহবন্দির নির্দেশ কমিশনের

জম্মু ও কাশ্মীর উপত্যকায় গুলমার্গে ১০০ ফুট উঁচু এক জাতীয় পতাকা তোলার পরিকল্পনা করেছে ভারতীয় সেনাবাহিনী, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। গতকাল ওই পতাকা উদ্বোধনের শিলান্যাস অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অদূর ভবিষ্যতেই সুউচ্চ তেরঙা পতাকা উড়তে দেখা যাবে জম্মু ও কাশ্মীর উপত্যকা অঞ্চলে, তেমনটাই জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। তাই সেই অপেক্ষাতেই এখন দিন গুনছে উপত্যকাবাসী জনগণ।

এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক জানান, সৌর ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথভাবে এই পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে তারা। ১০০ ফুট উঁচু এই পতাকা লাগানো হবে কাশ্মীরের গুলমার্গে। তিনি আরো জানান, গুলমার্গের এক বিখ্যাত স্কি-রিসর্টে এদিন ওই পতাকার শিলান্যাস হয়েছে। শিলান্যাস করেছেন ভারতীয় সেনাবাহিনীর ডিভিশন জেনারেল অফিসার কমান্ডিং মেজর বীরেন্দ্র ভাটস।

আরও পড়ুন- টিকা না নিলে মিলবে না বেতন! জেলা প্রশাসনের নির্দেশ ঘিরে বিতর্ক

সেনা সূত্রের খবরে জানা গেছে, এদিন গুলমার্গের সুউচ্চ জাতীয় পতাকার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকারাও। বিদ্যা বালান এবং আরবাজ খানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এই শিলান্যাস। কাশ্মীর উপত্যকায় এই পতাকাই হতে চলেছে সর্বোচ্চ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০০ ফুট উঁচুতে এই পতাকা উড়বে, জানিয়েছে সূত্র। 

এদিনের শিলান্যাস অনুষ্ঠানে ভারতীয় সৌর ইন্ডাস্ট্রির আধিকারিক রমিত আরোরা জেনারেল অফিসার কমান্ডিংকে উপহার দেন এই পতাকার এক প্রতিরূপ। উল্লেখ্য দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি জম্মু ও কাশ্মীর উপত্যকা অঞ্চলে ফোর জি (4g) স্পীডের ইন্টারনেট ব্যবস্থা চালু করা হয়েছে। দীর্ঘ দিন পরে ফেরা স্বস্তির আবহে নতুন পতাকা লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় সেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *